দৈনিকবার্তা-ঢাকা, ১৩ ফেব্রুয়ারি: পাকিস্তানের পেশোয়ারে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬৫ জন৷
ডন অনলাইনের খবরে বলা হয়, শুক্রবার জুমার নামাজের সময় খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ারের ইমামবারগার কাছে হায়াতাবাদে ওই হামলা চালানো হয়৷ ঘটনাস্থল থেকে প্রচণ্ড গোলাগুলি শুনতে পেয়েছেন স্থানীয়রা৷ সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠতেও দেখেছেন তারা৷
পুলিশ জানায়, নামাজের সময় হঠাত্ করে বন্দুকধারীরা মসজিদে ঢুকেই নির্বিচারে গুলি করা শুরু করে৷ পরে তারা তিনটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়৷ ধারণা করা হচ্ছে, বোমাগুলো গ্রেনেড৷
খবের বলা হয়, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে অভিযান চালাচ্ছে৷ কাউকে ভেতেরে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ বন্দুকধারীদের সঙ্গে তাদের গুলিবিনিময় চলছে৷এখন পর্যন্ত কেউই হামলা দায় স্বীকার করেনি৷
দুই সপ্তাহ আগে শিকারপুরে বোমায় ৬১ জন নিহতের পর এটিই সবচেয়ে বড় হামলার খবর৷