দৈনিকবার্তা-নীলফামারী, ১৩ ফেব্রুয়ারি: নীলফামারী শহরের শান্তিনগর মোড়ে ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার দুপুরে ৩০শয্যা বিশিষ্ট মৌন জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। মৌন জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, নীলফামারী বার সমিতির সভাপতি আলিম উদ্দিন বসুনিয়া বক্তব্য দেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর দেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, কোন মানুষ যেন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হন সেজন্য ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক করে সেখানে পর্যাপ্ত সেবা দেয়া হচ্ছে। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আধুনিকায়ন করে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ দিয়ে উন্নত মানের সেবা দেয়ার চেষ্টা চলছে। পরে মন্ত্রী ফিতা কেটে মৌন জেনারেল হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন।