নুরুল-ইসলাম-নাহিদ

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ ফেব্রুয়ারি: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, হরতাল-অবরোধের কারণে পরীক্ষা পেছানো হলেও দিনে দু’টি পরীক্ষা নেয়া হবে না।তিনি বলেন, আমি ছেলে-মেয়েদের সঙ্গে মিশি, কথা বলি এবং তাদের মনের কথা বুঝি। তাই দিনে দুটি পরীক্ষা নেয়া হবে না।শিক্ষামন্ত্রী শনিবার সকালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

সকাল-বিকাল পরীক্ষা নেয়া হবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী অভিভাবকদের আশ্বস্ত করেন এবং বলেন, এটা ¯্রফে একটা গুজব। এ গুজবে আপনারা কান দেবেন না।নুরুল ইসলাম নাহিদ বলেন, আমরা দিনে দু’টি করে পরীক্ষা দিয়েছি, সে দিন আর নেই। এখন দিনে একটি করে পরীক্ষা নিয়েই কৌশলে পরীক্ষাগুলো শেষ করে নির্ধারিত সময়ে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের কাছে বড় বিষয়। তাই গায়ের জোরে কোন পরীক্ষা নেয়া হবে না।

পরীক্ষার সময়ে হরতাল-অবরোধের কারণে শিক্ষার্থীদের মারাত্মক ক্ষতি হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে নিয়ে আমি চিন্তিত। কিন্তু পরীক্ষার থেকে তাদের নিরাপত্তাই আমাদের কাছে বড়।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রতি বোমা মেরে মানুষ হত্যা’ বন্ধ করার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আমি করজোড়ে বলছি, দয়া করে আর হরতাল দেবেন না। হরতালের মধ্যে শিক্ষার্থীরা মানসিক চাপ, আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে পরীক্ষা দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

হরতালের কারণে আজ সাপ্তাহিক ছুটির দিনে দেশব্যাপী এসএসসি ও সমমানের তৃতীয় দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় শুরু হবে চতুর্থ দিনের পরীক্ষা।এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর পর প্রথম চার দিনের পরীক্ষাই সাপ্তাহিক ছুটির দিনে হচ্ছে।হরতালের কারণে এসএসসি ও সমমানের ১২ ফেব্রুয়ারির পরীক্ষাও স্থগিত করা হয়েছে।