Bob+Simon

দৈনিকবার্তা-ওয়াশিংটন, ১২ ফেব্রুয়ারি : সিবিএস নিউজের নিউজ শো ‘সিক্সটি মিনিটস’-এর সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত প্রখ্যাত মার্কিন সাংবাদিক বব সিমন বুধবার গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি যুদ্ধ সংবাদদাতা হিসেবেও বিশেষভাবে খ্যাত।

সিবিএস নিউজ তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে না পারলেও সিমনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। পাঁচ দশক ব্যাপী দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে সিমন অসংখ্য পুরস্কার পেয়েছেন। সিবিএস নিউজের চেয়ারম্যান ও ‘সিক্সটি মিনিটস’এর নির্বাহী প্রযোজক জেফরি ফেগার গাড়ি দুর্ঘটনায় তার মারা যাওয়াকে বেদনাদায়ক উল্লেখ করে বলেন, আধুনিক সময়ের যে কোন সাংবাদিকের চেয়ে সিমনকে অনেক বেশি কঠোর পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। তিনি তাকে সাংবাদিকদের সাংবাদিক হিসেবে উল্লেখ করেন। বব সিমনের মতো আর কেউ নেই উল্লেখ করে জেফরি বলেন, সিবিএস বিশেষ করে ‘সিক্সটি মিনিটস’এর সকলেই তাকে ভীষণভাবে মিস করবে। নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, সিমনকে বহনকারী গাড়িটির সঙ্গে অন্য গাড়ির সংঘর্ষে তিনি প্রাণ হারান।