putin

দৈনিকবার্তা-মিনস্ক, ১৩ ফেব্রুয়ারি : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, তিনি এবং ফ্রান্স, জার্মানি ও ইউক্রেনের নেতৃবৃন্দ ইউক্রেনের (যুদ্ধক্ষেত্রের) সম্মুখ ভাগ থেকে ভারি অস্ত্র-শস্ত্র প্রত্যাহার এবং ১৫ ফেব্রুয়ারি থেকে একটি যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন। বেলারুশের রাজধানী মিনস্কে বুধবার থেকে শুরু হওয়া চার জাতি শীর্ষ সম্মেলনে দীর্ঘ আলোচনার পর পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রধান দফাগুলোতে একমত হতে সম্মত হয়েছি।’

পুতিন বলেন, ‘আমরা ১৫ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে একটি যুদ্ধবিরতিতেও সম্মত হয়েছি।’ তিনি বলেন, ‘দ্বিতীয় যে পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, তা হলোর যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগ থেকে উভয় পক্ষের ভারি অস্ত্র প্রত্যাহার’ করে নেয়া। পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পেরোশেঙ্কো বলেন, কিয়েভ ও রাশিয়া-পন্থী বিদ্রোহীরা ১১০ মাস ধরে চলা সংঘর্ষ অবসানে একটি চুক্তি বাস্তবায়নে একটি রোডম্যাপে স্বাক্ষর করেছেন। পেরোশেঙ্কো বলেন, ‘যোগাযোগ স্থাপনকারী গ্রুপ একটি দলিলে স্বাক্ষর করেছে, যা আমরা অত্যন্ত উত্তেজনার মধ্যে প্রস্তুত করেছি।’ পুতিন বলেন, তারা গত সেপ্টেম্বরে যে শান্তি চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হয়েছিলেন মিনস্কে সেটিসহ বেশ কিছু পদক্ষেপের ব্যাপারে একমত হয়েছেন। পুতিন সাংবিধানিক সংস্কার এবং বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর ‘বিশেষ মর্যাদার’ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।