100619_1

দৈনিকবার্তা-ঢাকা, ১২ ফেব্রুয়ারি: সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত ১০ অতিরিক্ত বিচারপতি বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন৷ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুপ্রিমকোর্টের সড়ক ভবনের অডিটোরিয়ামে তাদেরকে শপথবাক্য পাঠ করান৷ সুপ্রিমকোর্টের অতিরিক্ত রেজিস্টার শওকত আলী এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন৷ প্রত্যেক নবনিযুক্ত অতিরিক্ত বিচারপতিকে আলাদা আলাদাভাবে শপথ পড়ান প্রধান বিচারপতি৷শপথ পাঠ শেষে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্তরা নিয়োগপত্রে স্বাক্ষর করেন৷

বৃহস্পতিবার শপথ গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য তাদের এ নিয়োগ কার্যকর হবে৷ শপথ অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ, হাইকোর্ট বিভাগের বিচারপতিগন, এটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন৷

নতুন দশ অতিরিক্ত বিচারপতি হচ্ছেন- বহুল আলোচিত দশট্রাক অস্ত্র মামলার রায় প্রদানকারী বিচারক ও অবসরপ্রাপ্ত মহানগর দায়রা জজ (চট্রগ্রাম) এস এম মজিবর রহমান, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার ফরিদ আহমদ শিবলী, গাজীপুর জেলা ও দায়রা জজ আমির হোসেন, সুপ্রিমকোর্টের আইনজীবী খিজির আহমেদ চৌধুরী, ডেপুটি এটর্নি জেনারেল রাজিক আল জলিল, সুপ্রিমকোর্টের আইনজীবী জ্যোতির্ময় নারায়ণ দেব (জেএন দেব) চৌধুরী, ডেপুটি এটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী, সুপ্রিমকোর্টের আইনজীবী এম ইকবাল কবির, ডেপুটি এটর্নি জেনারেল মো. সেলিম ও মো. সোহরাওয়ার্দী৷

হাইকোর্ট বিভাগের জন্য ১০ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ সংক্রানত্ম প্রজ্ঞাপন গত সোমবার ৯ ফেব্রুয়ারি জারি করে আইন মন্ত্রণালয়৷ সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আবদুল হামিদ এ দশজনকে দুই বছরের জন্য হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন৷

সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ মিলিয়ে এতোদিন ৯৪ জন বিচারপতি ছিলো৷ এর মধ্যে আপিল বিভাগে ৭ জন ও হাইকোর্ট বিভাগে ৮৭ জন বিচারপতি৷ নতুন বিচারপতিদের শপথ গ্রহনের পর এখন সুপ্রিমকোর্টে বিচারপতির সংখ্যা মোট ১০৪ জন৷ হাইকোর্ট বিভাগে বর্তমানে বিচারপতির সংখ্যা হলো ৯৭ জন৷