12-02-15-PM-3

দৈনিকবার্তা-গাজীপুর, ১২ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী গত বছরের সাধারণ নির্বাচনের প্রাক্কালে বিএনপি-জামায়াত জোটের নজিরবিহীন নাশকতা প্রতিহত করে বাংলাদেশ রেলওয়ের সম্পদ রক্ষায় আনসার বাহিনীর সাহসী ভূমিকার প্রশংসা করেন৷তিনি বলেন, রেলওয়েকে রক্ষা করতে আনসার বাহিনী মোতায়েনের পর ক্ষতির পরিমাণ ব্যাপক কমে যায়৷এই বাহিনীর সদস্যরা সে সময় দেশপ্রেম ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টানত্ম স্থাপন করেছে৷

বৃহস্পতিবার গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৫তম জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন৷ প্রধানমন্ত্রী জাতীয় সমাবেশ উপলক্ষে আনসার ও ভিডিপির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, এই বাহিনীর প্রত্যেক সদস্য বাঙালির স্বাধীনতা আন্দোলনের প্রতিটি পর্যায়ে গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷ জাতির পিতার ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে এই বাহিনীর বহু সদস্য মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন৷ মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর ৬৭০ সদস্য শহীদ হন৷ এই বাহিনী তাদের ৪০ হাজার অস্ত্র মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করেন৷

শেখ হাসিনা ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশে মেহেরপুরে প্রবাসী সরকারকে ১২ জন আনসার সদস্যের গার্ড অব অনার প্রদানের কথা স্মরণ করেন৷ শেখ হাসিনা বলেন, সাম্প্রতিক নাশকতা রোধে রেলপথের ১ হাজার ৪১ পয়েন্টে ৮ হাজার ৩২৮ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে৷ বিভিন্ন মহাসড়কেও ১২ জন করে ৯৯৩ পয়েন্টে আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে৷প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করে ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে৷তিনি বলেন, বিদেশে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে৷ দীর্ঘ ৭ বছর পর সৌদি আরব আবার বাংলাদেশ থেকে অত্যনত্ম কম খরচে কমর্ী নেয়া শুরু করছে৷ মালয়েশিয়ায়ও আমাদের কমর্ীরা যাচ্ছে৷প্রধানমন্ত্রী বলেন, দেশের দারিদ্র্যের হার ২৪ শতাংশে নেমে এসেছে৷ মাথাপিছু আয় ১১৯০ ডলার ও প্রবৃদ্ধি ৬.২ শতাংশে উন্নীত হয়েছে৷ দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে৷ মুদ্রাস্ফীতি ১.৫৯ শতাংশে নেমে এসেছে৷

12-02-15-PM-1

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে৷ আর বিএনপি-জামায়াত ধ্বংসযজ্ঞে মেতে ওঠে সাধারণ মানুষের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে৷তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট ধর্মের কথা বলে৷ কিন্তু মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জন্ম-ওফাত দিবস মিলাদুন্নবীর দিন ও বিশ্ব ইজতেমার সময়ও হরতাল-অবরোধ দিয়েছে৷ তারা ১৫ লাখ শিৰাথর্ীর এসএসসি পরীক্ষা হুমকির মুখে ফেলে দিয়েছে৷ কোটি কোটি শিক্ষাথর্ীর জীবনও অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া হচ্ছে৷ তারা বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দিতে চায়৷

প্রধানমন্ত্রী গত বছরের সাধারণ নির্বাচনের প্রাক্কালে বিএনপি-জামায়াত জোটের নজিরবিহীন নাশকতা প্রতিহত করে বাংলাদেশ রেলওয়ের সম্পদ রৰায় আনসার বাহিনীর সাহসী ভূমিকার প্রশংসা করেন৷

তিনি বলেন,রেলওয়েকে রক্ষা করতে আনসার বাহিনী মোতায়েনের পর ৰতির পরিমাণ ব্যাপক কমে যায়৷ এই বাহিনীর সদস্যরা সে সময় দেশপ্রেম ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টানত্ম স্থাপন করেছে৷ শেখ হাসিনা বলেন, সাম্প্রতিক নাশকতা রোধে রেলপথের ১ হাজার ৪১ পয়েন্টে ৮ হাজার ৩২৮ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে৷ বিভিন্ন মহাসড়কেও ১২ জন করে ৯৯৩ পয়েন্টে আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে৷প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করে ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে৷

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে৷ আর বিএনপি-জামায়াত ধ্বংসযজ্ঞে মেতে ওঠে সাধারণ মানুষের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে৷শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পর সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছিলেন৷ বাংলাদেশ আনসার ও ভিডিপিকে সময়োপযোগী করে একটি সুশৃঙ্খল বাহিনী করা হয়েছিল৷

প্রধানমন্ত্রী বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা পার্বত্য চট্টগ্রামে আইন-শৃঙ্খলা রৰায় এবং দেশের দৰিণ-পশ্চিমাঞ্চলে সন্ত্রাস দমনে বিজিবি, র্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে কাজ করছে৷

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার এই সুশৃঙ্খল বাহিনীর প্রশিক্ষণ কর্মকা- পরিচালনার জন্য আনসারের বিভিন্ন অবকাঠামো সুবিধা বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে৷ তিনি বর্তমান কাজ শেষ হলে এই বাহিনীর প্রশিক্ষণ কর্মসূচি আরো সহজ হবে বলে আশা প্রকাশ করেন৷প্রধানমন্ত্রী বলেন, জনজীবন ও তাদের সম্পত্তির নিরাপত্তায় আনসারদের স্ব-স্ব অবস্থান থেকে তাদের পবিত্র দায়িত্ব পালন করতে হবে৷ এই বাহিনী সর্বোচ্চ সততা, সাহসিকতা ও আনত্মরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করবে বলে তিনি প্রত্যাশা করেন৷

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ২০২১ সালের মধ্যে একটি ৰুধা ও দারিদ্র্যমুক্ত, নিরৰরমুক্ত, প্রযুক্তিভিত্তিক মধ্যম আয়ের দেশ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছছ৷ তিনি বলেন, কোন বাধাই আমাদের কাজ বন্ধ করাতে পারবে না ইনশাল্লাহ৷শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ৰমতায় আসার পর আনসার বাহিনীকে জাতীয় পতাকা প্রদান করা হয়৷ ব্যাটালিয়ন আনসারের চাকরি ১৫ বছরের আগেই স্থায়ী করা হয়৷ এখন পর্যায়ক্রমে ১২ থেকে ৯ বছরে কমিয়ে আনা হয়েছে৷ সরকার এই সময় আরো কমানোর বিষয়টি বিবেচনা করছে৷

প্রধানমন্ত্রী বলেন, আনসার সদস্যদের তাদের মোট বেতনের ৩০ ভাগ হারে ঝুঁকি ভাতা দেয়া হচ্ছে৷ কর্তব্যরত অবস’ায় মারা গেলে ৫ লাখ টাকা এবং মারাত্মক আহত হলে ২ লাখ টাকা করে দেয়া হচ্ছে৷ আনসার সদস্যদের টাইম স্কেল দেয়া হচ্ছে৷ বছরে দু’টি ইনক্রিমেন্ট এবং রেশন ভাতা ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে৷শেখ হাসিনা গত বছরের ফেব্রুয়ারি মাসে নতুন আনসার ব্যাটালিয়ন গঠনের উলেস্নখ করে বলেন, পিসি/এপিসি সদস্যদের র্যাংক ও ব্যাজ অন্যান্য বাহিনীর সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে৷ আনসার ব্যাটালিয়নের সকল সদস্য আধুনিক অস্ত্র পাবে৷

প্রধানমন্ত্রী বলেন, এর আগে অস্থায়ীদের মহার্ঘ্য ভাতা দেয়ার কোন সুযোগ ছিল না৷ তবে তাঁর সরকার ব্যাটালিয়ন আনসার, বিশেষ আনসার, পার্বত্য আনসার এবং ইমবোডিমেন্ট আনসারের সকলকে এই ভাতা প্রদানে পদক্ষেপ নিয়েছে৷

তিনি বলেন, ৬৭২ জন নারী আনসারের চাকরি স্থায়ী করা হয়েছে এবং সকল আনসার সদস্যকে স্বাস্থ্য বীমা সুবিধা দেয়া হবে৷ মৃতু্যর পর তারা সর্বোচ্চ ১০ লাখ টাকা পাবে৷ তিনি বলেন, তাদের কল্যাণের জন্য আনসার-ভিডিপি ব্যাংক করা হয়েছে৷

12-02-15-PM-6

প্রধানমন্ত্রী বলেন, আনসার ও ভিডিপি বাহিনী নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে৷ এই বাহিনীর ৬০ লাখ সদস্যের প্রায় অর্ধেক নারী৷ প্রধানমন্ত্রী পরে আনসার-ভিডিপি দরবারে ভাষণে বলেন, সরকার দেশে সন্ত্রাস ও জঙ্গি তত্‍পরতা বন্ধের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বেও আনসার ও ভিডিপিদের নিযুক্ত করেছে৷তিনি সন্ত্রাসী ও জঙ্গিদের শনাক্ত করতে স্থানীয় সরকার প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান৷

তিনি গ্রামীণ জনগণের অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকারের নেয়া একটি বাড়ি একটি খামার কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হতেও তাদের প্রতি আহ্বান জানান৷ প্রধানমন্ত্রী বলেন, আমাদের সকলের মনে রাখা প্রয়োজন দেশের জনগণ সবার ওপরে৷ প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে জনগণের জান-মালের হেফাজত করা সকলের পবিত্র দায়িত্ব৷

অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুজনকে বাংলাদেশ আনসার পদক (সাহসিকতা), ১৫ জনকে রাষ্ট্রপতি আনসার পদক (সাহসিকতা), দুজনকে রাষ্ট্রপতি ভিডিপি পদক (সাহসিকতা), সাতজনকে বাংলাদেশ আনসার (সেবা) পদক, ৩৮ জনকে রাষ্ট্রপতি আনসার (সেবা) পদক, আটজনকে বাংলাদেশ ভিডিপি ( সেবা) পদক ও ২৫ জনকে রাষ্ট্রপতি ভিডিপি ( সেবা) পদক তুলে দেন প্রধানমন্ত্রী৷সকালে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে আনসার একাডেমির মাঠে অবতরণ করেন৷ সোয়া ১০টার দিকে তিনি প্যারেড গ্রাউন্ডে পৌঁছান৷ সেখানে তিনি খোলা জিপে করে আনসার বাহিনীর প্যারেড গ্রাউন্ড পরিদর্শন এবং সালাম নেন৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র সচিব মো. মোজাম্মেল হক খান, সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মো. এনামুল বারী, নৌ বাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, বাংলাদেশ আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন, গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, গাজীপুর জেলা আনসার কম্যান্ডান্ট মীর মো. আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম মোস্তফা কামাল প্রমুখ৷প্রধানমন্ত্রী অনুষ্ঠানে আনসার ভিডিপি সদস্যদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং আনসার ভিডিপি সদস্যদের তৈরি কুটির শিল্পজাত পণ্যের স্টল পরিদর্শন করেন৷