download_9-300x132

দৈনিকবার্তা-ঢাকা, ১২ ফেব্রুয়ারি: বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সমাধান,শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করছে জাতিসংঘ৷সংস্থাটির মহাসচিব বানকি মুন এ উদ্যোগ গ্রহণ করেছেন এবং শিগগিরই তা পরিলক্ষিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক৷

বাংলাদেশে চলমান হরতাল-অবরোধে নাশকতায় প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক৷বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ উদ্বেগের কথা জানান তিনি৷ তিনি বলেন, বাংলাদেশে সহিংসতা এবং প্রাণহানিতে আমরা খুবই উদ্বিগ্ন৷ অনেক ক্ষেত্রে বাংলাদেশ জাতিসংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদ্বার-মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের স্থিতি ও ইতিবাচক উন্নয়নের জন্য মহাসচিব ব্যক্তিগতভাবে অঙ্গীকারাবদ্ধ৷বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য মুশফিকুল ফজল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রশ্ন করলে তার জবাব দেন ডুজারিক৷

গত সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপের মধ্যে জাতিসংঘের তত্‍কালীন সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর বাংলাদেশ সফর এবং বর্তমানে সহিংসতায় জানমালের ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেন তিনি৷বাংলাদেশে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি সংখ্যায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে অভিযোগ করে নতুন নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘ পদক্ষেপ জরুরি কি না সে প্রশ্ন করেন প্রবাসী বিএনপি নেতা মুশফিক৷

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, মহাসচিব বান কি মুন সাবেক সহকারী মহাসচিব (রাজনীতি বিষয়ক) অস্কার ফারনান্দেজ-তারনকোকে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগের জন্য দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি তা করছেন৷বুধবারই যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে তারানকোর বৈঠকের কথা জানিয়ে ওই বৈঠক বাংলাদেশ নিয়ে কি না তা জানতে চান আরেক সাংবাদিক৷

জবাবে মহাসচিবের মুখপাত্র বলেন, অনুমান করে কিছু বলা সম্ভব না৷ এ বিষয়ে জানা গেলে আপনাদের জানাবো৷বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেয়ার পর প্রতিদিনই গাড়িতে অগি্নসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও বোমাবাজির ঘটনা ঘটছে৷ নাশকতার এসব ঘটনায় এরইমধ্যে আগুনে পুড়ে অর্ধ শতাধিক মানুষ মারা গেছেন৷অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছে৷ নাশকতায় জড়িত বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ধরতে দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে৷

এরমধ্যে মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংলাপ আয়োজনে জাতিসংঘের যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবেন তারা৷ গত মঙ্গলবার জাতিসংঘের সামনে বিএনপি সমর্থকরা মানববন্ধন করেছেন৷

বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য মুশফিকুল ফজল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রশ্ন করলে তার জবাব দেন ডুজারিক৷গত সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপের মধ্যে জাতিসংঘের তত্‍কালীন সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর বাংলাদেশ সফর এবং বর্তমানে সহিংসতায় জানমালের ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেন তিনি৷