দৈনিকবার্তা-ঢাকা, ১১ ফেব্রুয়ারি: ২০ দলীয় জোটকে খুনি জোট’ আখ্যা দিয়ে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না। শেখ হাসিনাকে এত সহজে ক্ষমতা থেকে নামানো যাবে না। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী প্রচার লীগ আয়োজিত ক্ষমতালোভী ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার বিষাক্ত ছোবল শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।শাজাহান খান বলেন, ২০ দলীয় জোটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেভেন মাডারের প্রধান আসামি শফিউল আলমপ্রধান আছেন। এই জোট খুনির জোটে পরিণত হয়েছে। তাদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না। সুশীল সমাজের সমালোচনা করে নৌমন্ত্রী বলেন, আপনারা কাদের সঙ্গে আলোচনার কথা বলছেন? খুনির জোটের সঙ্গে আলোচনা হতে পারে না। শেখ হাসিনার শিকড় বাংলার জনগণের মধ্যে, তাই তাকে (প্রধানমন্ত্রী) এত সহজে ক্ষমতায় থেকে নামানো যাবে না।
বিএনপি চেয়ারপারসনের উদ্দেশ করে নৌমন্ত্রী বলেন, আপনার আন্দোলন কাদের বিরুদ্ধে? আপনি তো পরিবহণ শ্রমিকদের বিরুদ্ধে আন্দোলনের নামে যুদ্ধ ঘোষণা করেছেন। শ্রমিকের রক্তকে আপনি ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানাবেন, জনগন তা মেনে নিবে না। মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক এম এম শাহ আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক পান্না দাস, জাহিদুল ইসলাম প্রমুখ।