দৈনিকবার্তা-ঢাকা, ১১ ফেব্রুয়ারি: সংগীতজীবনের ৫০ বছর পেরিয়ে এসেছেন,দেশ-বিদেশে পেয়েছেন অনেক পুরস্কার-সম্মাননা। রুনা লায়লার এই অর্জনের মুকুটে যুক্ত হচ্ছে আরেকটি পালক। ভারতের রেডিও মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী। বিশ্বসংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হচ্ছে তাকে।
আগামী ১৮ ফেব্র“য়ারি কলকাতার নজরুল মঞ্চে রেডিও মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে রুনার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে। পুরস্কার গ্রহণের পাশাপাশি থাকছে তার ১৫ মিনিটের পরিবেশনা। ৯ ফেব্র“য়ারি এই পুরস্কার প্রাপ্তির আমন্ত্রণপত্র পেয়েছেন রুনা। এ প্রসঙ্গে তিনি দৈনিকবার্তা কে বলেছেন, অন্য দেশ থেকে আমাকে শিল্পী হিসেবে স্বীকৃতি দিচ্ছে, এটা অবশ্যই ভালো লাগার ব্যাপার আর সম্মানের ও গর্বের বিষয়। আমার জন্য তো বটেই, দেশের জন্যও বিষয়টা আনন্দের মনে করছি।
মিরচি মিউজিক অ্যাওয়ার্ড নিতে যাওয়ার আগে ১২ ফেব্র“য়ারি কলকাতায় আরেকবার যাবেন রুনা। পরদিন সেখানকার একটি বহুজাতিক প্রতিষ্ঠানের কনসার্টে অংশ নিয়ে ফিরে আসবেন বিশ্ব ভালোবাসা দিবসে। তারপর ফের কলকাতায় যাবেন ১৭ ফেব্র“য়ারি। রেডিও মিরচি ৯৮.৩ এফএম তত্ত্বাবধান করে থাকে দ্য টাইমস গ্র“পের অঙ্গ প্রতিষ্ঠান এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক ইন্ডিয়া লিমিটেড। এর সম্প্রচার শুরু হয় ১৯৯৩ সালে।