আতিকুল ইসলাম

দৈনিকবার্তা-ঢাকা, ১১ ফেব্রুয়ারি: রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে আগামী শনিবার (১৪ ফেব্র“য়ারি) দেশব্যাপী অনশন করবে গার্মেন্টস মালিকরা।বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বিজিএমইএ ভবনে আয়োজিত এক জরুরী সভায় এ অনশনের ডাক দেন সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম। এ সভার আয়োজন করে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ।

আতিকুল ইসলাম বলেন, ওইদিন (শনিবার) সকাল ১১টা থেকে বিজিএমইএ ভবনের সামনে গার্মেন্টস মালিকরা অনশন করবে। এর আগেই পোশাক শিল্পের সংশ্লিষ্ট সংগঠনগুলোর একটি কমিটি গঠন করা হবে। কমিটি পোশাক খাতের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিস্ট সবার সঙ্গে আলোচনা করবে।

তিনি বলেন, বর্তমান চলমান রাজনীতিতে আমেরিকান ক্রেতারা বাংলাদেশে আসবেন না বলে বিজিএমইএ-কে চিঠি দিয়েছেন। এসময় তারা অন্যান্য দেশে চলে যাচ্ছেন। এতে আমাদের প্রবৃদ্ধি কমেছে উল্লেখযোগ্য হারে। ২০১৩ সালের ডিসেম্বরে এই খাতে প্রবৃদ্ধি ছিলো ১৬ দশমিক ৭৭, যা ২০১৪ সালের ডিসেম্বরে এসে দাড়িয়েছে ২ দশমিক ৩৮।

রাজনৈতিক অস্থিরতায় জানুয়ারি মাসে পোশাক শিল্পে সরাসরি ক্ষতি হয়েছে ৬ হাজার ৭১০ কোটি টাকা। অন্যদিকে শিপমেন্ট বিলম্ব করায় ডিসকাউন্ট দিতে হয়েছে ৫ হাজার কোটি টাকা। একই সময় অর্ডার বাতিল হয়েছে ১০ হাজার কোটি টাকা বলেও জানান বিজিএমইএ সভাপতি।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ইএবি সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এফবিসিসিআই এর সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম, বিটিএমএ-এর সভাপতি তপন চৌধুরী, বিজিএইএ-সহ সভাপতি রিয়াজ বিন মাহমুদ, বিকেএমইএ প্রথম সহ-সভাপতি মোহাম্মদ, বিজিএমইএ এর সাবেক সভাপতি টিপু মুন্সি, হাতেম, বিটিএমএ এর সহ-সভাপতি ফজলুল হোসেনসহ অন্যান্যরা।