দৈনিকবার্তা-পাবনা, ১১ ফেব্রুয়ারি: পাবনা-ঢাকা মহাসড়কের কাশিনাথপুর এলাকায় বুধবার সকালে পণ্য বোঝাই ট্রাকের চাপায় নছিমনের ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই একই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ যাত্রী। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সুজানগর উপজেলার আহম্মদপুর দক্ষিণচর গ্রামের মৃত আফাজ উদ্দিন মীরের ছেলে আব্দুল মতীন মীর (৬০), মজিবর রহমান মীরের স্ত্রী চম্পা খাতুন (৪২), তার ছেলে রানা হোসেন (১৩), মৃত জামাল উদ্দিন প্রামানিকের ছেলে আহসান হাবীব (৬০) ও আজিজুল ইসলামের মেয়ে রুনা খাতুন (১৭)। এদের মধ্যে মতীন মীর, চম্পা খাতুন ও রানা একই পরিবারের।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শিরা জানান, ঘটনার সময় রসুন বোঝাই একটি ট্রাক (যার নম্বর পাবনা-ট ১১-০৩৪০) পাবনা থেকে নগরবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় কাশিনাথপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহি নছিমনের উপর উঠে যায়। এতে নছিমনে থাকা ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত ও অপর ৭ জন আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যায়। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও দু’জন। দূর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ট্রাকটিকে আটক বরলেও চালক ও হেলপার পালিয়ে যায় । এ সময় কিছু সময় মহাসড়ক অবরোধ করে রাখে তারা।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক ও ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে এবং বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে যান চলাচল স্বাভাবিক করা হয়।