দৈনিকবার্তা-ঢাকা, ১০ ফেব্রুয়ারি: লাগাতার অবরোধের মধ্যেই সারাদেশে মঙ্গলবার ৭২ ঘণ্টার হরতালের তৃতীয় দিন পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। নাশকতার আশঙ্কায় রাজধানীসহ সারাদেশ থেকে ৪ শতাধিক বিএনপি-জামাতের েেনতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে হরতালের কোনো প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। সকাল থেকেই রিকশা-অটোরিকশার পাশাপাশি চলছে সব ধরনের যানবাহন। সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চ। সংখ্যায় কম হলেও ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন সড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।এদিকে, হরতালের কোনো প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। সকাল থেকেই রিকশা-অটোরিকশার পাশাপাশি চলছে সব ধরনের যানবাহন। সারাদেশে ট্রেন চলাচল করলেও সময়মতো না ছাড়ায় ভোগান্তিতে যাত্রীরা। সদরঘাট থেকে সময়মতো ছেড়ে যাচ্ছে লঞ্চ। যাত্রী কম থাকায় কিছুক্ষণ পর পর রাজধানী থেকে ছাড়া হচ্ছে দূরপাল্লার বাস। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন সড়কে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়া সারাদেশে বিক্ষিপ্তভাবে নাশকতার মধ্যে দিয়ে চলছে ২০ দলের হরতাল- অবরোধ। রাজধানীর মোহাম্মদপুরের লোহারগেট এলাকায় একটি বাসে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এতে আমিনুল ইসলাম নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক জানান, আমিনুলের শরীরে ককটেলের বেশ কয়েকটি স্প্রিন্টার বিঁধেছে ।
তিনি আরো জানান,চ্যাম্পিয়ন নামের একটি বাসে করে গাইবান্ধা থেকে ঢাকায় আসছিলেন আমিনুল ।রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় পর পর দুটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। তবে এঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদপুরের বেড়িবাঁধ বাসস্ট্যান্ডের কাছে পর পর দুটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার (এসআই) মাহফুজ জানান, ককটেল বিস্ফোরণের সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। প্রকাশ : ঢাকার গাবতলী বেড়িবাঁধে বাসে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আমিনুল (২৮) নামে এক গার্মেন্টস কর্মী আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ ভোর ৫টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।তার বাড়ি গাইবান্ধার গৌবিন্দগঞ্জের বামনা চন্দ্র শিখর। সে কামরাঙ্গিরচর থাকে।
আহত আমিনুল জানান, সে নিউ আরাফাত ফ্যাশনে কাজ করে। রাতে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে চ্যাম্পিয়ন নামে একটি বাসে উঠে। আজ ভোর ৫টার দিকে বাসটি গাবতলীর বেড়িবাঁধে পৌছলে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এতে আমিনুলসহ আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়।
আওয়ামী যুবলীগ ঢাকা মহনগর উত্তরের গুলশান থানার ১৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কার্যালয়টি গুলশান-২ নম্বর গোল চত্বরের পাশে অবস্থিত।মঙ্গলবার ১২টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, হরতাল চলাকালে ভোরে নাটোরের গুরুদাসপুরে একটি ট্রাকে পেট্রোলবোমা দিয়ে আগুন দিয়েছে হরতাল সমর্থনকরা। ময়মনসিংহের একটি বাসেও পেট্রোলবোমা নিক্ষেপ করেছে তারা। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ৪ শতাধিক নেতাকর্মী ও সমর্থকদের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়।জানা গেছে, রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও জামায়াত-শিবিরের ২২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
এছাড়া চলমান ২০ দলের অবরোধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন থানায় আভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ৬ টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বিএনপি কর্মী রয়েছে ৮ জন, জামায়াতের ৩ জন ও ছাত্রশিবিরের ৫ জন কর্মী রয়েছে বলে জানা গেছে।
ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরের পর ধানমন্ডির প্রিন্স প্লাজা থেকে তাকে আটক করা হয়।আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসানুল বান্না।এছাড়া যশোর-খুলনা মহাসড়কের ভাঙ্গাগেট এলাকার একটি স’মিল থেকে ৩টি পেট্রোলবোমা ও ৩টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট সংলগ্ন মহাসড়কের পাশ থেকে ২টি পেট্রোলবোমা ও ২টি পেট্রোল ভর্তি বোতল উদ্ধার করেছে পুলশ। দুস্কৃতিকারীদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের বাখরেরকান্দি থেকে মঙ্গলবার ভোরে ২টি পেট্রোলবোমা ও ৩ লিটার পেট্রোল উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। দুর্বৃত্তরা মহাসড়কের দুটি পেট্রোল বোমা বিস্ফোরিত করে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে দুস্কৃতীকারীদের ধরিয়ে দিতে মাদারীপুর পুলিশ সুপার ও শিবচর থানার ওসি ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
জানা যায়, ভোরে কাওড়াকান্দি ঘাট সংলগ্ন জেলার শিবচরের বাখরেরকান্দি এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে দুটি পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। খবর পেয়ে দায়িত্বরত এসআই সমীর কুমার, শাজাহান মিয়ার নেতৃত্বে শিবচর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের পাশের একটি কলাবাগান থেকে ২টি পেট্রোল ও ২টি বোতলে ৩ লিটার পেট্রোল উদ্ধার করেছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।নাশকতা সৃষ্টির আশংকায় যশোরে জামায়াত-বিএনপির ৮ জনসহ মোট ৬২ জনকে আটক করেছে পুলিশ।
রাজশাহী:রাজশাহীতে বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে, গ্লাস ভেঙে আহত হয়েছেন ৩ যাত্রী। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ঢাকাগামী বাসে সোমবার রাতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে জামাত-শিবির ক্যাডাররা। বোমাটি বিস্ফোরিত না হলেও ভাঙা কাচের আঘাতে তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পাইকগাছা : জেলার পাইকগাছায় ৫ দিনর ব্যবধানে আবারও নৈশকোচ ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৭টার দিকে পাইকগাছা-খুলনা সড়কের গেদুর মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে। দূর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে আনন্দ পরিবহনের নৈশ কোচের সামনের গ্লাস ভেঙ্গে যায়। এতে চালক সামান্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, পাইকগাছা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আনন্দ পরিবহনের ২৮৪ নং নৈশ কোচটি উপজেলা সদর থেকে ৪ কিলোমিটার দূরত্বে পাইকগাছা-খূলনা সড়কের গেদুর মোড় নামকস্থানে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা পরিবহনটি লক্ষ্য করে ইট ছুড়ে মারলে পরিবহনের সামনের গ্লাস ভেঙ্গে গিয়ে কাচের টুকরো চালকের শরীরে গিয়ে আঘাত করে। এ ঘটনায় চালক দুলাল সামান্য আহত হয়। থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভাংচুরের ঘটনা সত্যতা স্বীকার করেছেন ঘটনাস্থলে পরিদর্শনকারী এস আই আবু সাঈদ। উল্লেখ্য এর আগে গত ৪ ফেব্রুয়ারি ঈগল পরিবহনের নৈশ কোচ ভাংচুরের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ওই ঘটনায় কাউকে আটকে খবর পাওয়া যায়নি। ভোলা প্রতিনিধি:ভোলার বাংলাবাজার এলাকায় লরিতে আগুন দিয়েছে হরতাল ও অবরোধকারীরা। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ভোলা টু চরফ্যাশন মহাসড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১টার দিকে ভোলা টু চরফ্যাশন মহা সড়কের বাংলাবাজার এলাকায় হরতাল ও অবরোধ কারীরা গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে। এ সময় চরফ্যাশন থেকে ভোলাগামী সবজিবাহী একটি ট্রাকের গতিরোধ করে আগুণ দরিয়ে দেয় অবরোধকারীরা। পরে রাত ২টা নাগাত আরো একটি তেলবাহী ট্যাংক লরিতে আগুণ ধরিয়ে দেয় তারা। এ সময় খবর পেয়ে ভোলা ও দৌলতখান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভোলার পুলিশ সুপার মোহান্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নাশকা ঠেকাতে ভোলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলা অংশে নাশকতা ঠেকাতে তিন প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সরকারি গৌরনদী বিশ^বিদ্যালয় কলেজের তিনতলা ভবনের নিচতলার ২টি বড় কক্ষে বিজিপি সদস্যরা অবস্থান নিয়েছে। সেখান থেকে মেজর মো, ফজলুল করিমের নেতৃত্বে বিজিপি গৌরনদী উপজেলার অংশে বরিশাল-ঢাকা মহাসড়কে টহল শুরু করেছেন।সরকারি গৌরনদী বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক বলেন, এ কলেজে ৬০ জন বিজিপি সদস্য উঠেছেন বলে মেজর ফজলুল আমাকে অবহিত করেছেন।
গৌরনদীতে বিজিপির নেতৃত্বে থাকা মেজর মো. ফজলুল করিম বলেন, জেলা ও উপজেলা প্রশাসন আমাদের কাছে কি চায় এ বিষয় নিয়ে মঙ্গলবার রাতে বৈঠক অনুষ্ঠিত হবে। তারা যে কোন সহযোগীতা চাইলে বিজিপি সদস্যরা তা করবে। তার নেতৃত্বে তিন প্লাটুন বিজিপি সদস্য রয়েছে বলে তিনি জানান।
জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ বলেন, নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড ঠেকাতে এ এলাকায় যৌথ অভিযান চলবে বলে বিজিপি মোতায়েন করা হয়েছে।
রংপুর ঃরংপুরে বিএনপি ও জামায়াতের ১৩ কর্মীসহ ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান- জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম। তিনি জানান, কোতয়ালী পুলিশের একটি দল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৭ ও বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করে। তারা হলেন- আনোয়ার (২৮), সানাউল্লাহ (২২), আব্দুল কুদ্দুছ (১৯), মঞ্জুরুল (২৫), পারভেজ (২১), মুরাদ (৩৩), মাহমুদুল (২২), আসাদুজ্জামান (২০) ও রাসেল (৪০)। অপরদিকে মিঠাপুকুর থানা পুলিশ শাহীন আলম (২৩), আব্দুস সালাম (৪৫), পীরগাছা থানা পুলিশ, রওশন (৩৫) ও রতন মিয়া (৩২,কে গ্রেফতার করে। এদিকে রংপুরে জেলা পুলিশ কন্ট্রোলরুমের অপারেটর মো. ফরহাদ জানান, জেলা পুলিশ সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ৩৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি, জুয়া, ছিনতাই, ডাকাতি, চুরি, হত্যাসহ জিআর ও সিআর মামলা রয়েছে।
রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রোলে বোমা মেরে ৬ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত হাফিজুর রহমান নামে এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। হাফিজুর রহমান ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে ওই মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৪১ জনে। মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবির সোমবার সাংবাদিকদের জানান, ‘বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গড়েরমাথা থেকে মিঠাপুকুর উপজেলা শিবিরের সাবেক সভাপতি এবং দৈনিক সংগ্রাম ও রংপুরের স্থানীয় একটি পুরনো দৈনিকের মিঠাপুকুর প্রতিনিধি হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ম্যাজিস্ট্রেট আদালতে হাফিজুর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি বাসে পেট্রোল বোমা হামলার সঙ্গে জড়িত থাকার কথা জানান। পেট্রোল বোমা হামলার সঙ্গে আরো কারা কারা জড়িত ছিল তাদের নামও জানিয়েছেন। তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করছে না।’গত ১৩ জানুয়ারি রাতে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার জায়গীর বাতাসন ফতেপুর নামকস্থানে খলিল এক্সক্লুসিভ পরিবহনের একটি নৈশ কোচে দুর্বৃত্তরা পেট্রোল হামলা করে। এতে শিশুসহ ৬ যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান এবং আহত হন অনেকে।
রংপুরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যেই গত রোববার থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে ককটেল বিস্ফোরণে দুই রিকশাচালক ও এক পথচারী আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে নগরীর প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি মোড়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুর্বৃত্তরা নগরীর ব্যস্ততম জাহাজ কোম্পানি মোড়ে রাত সাড়ে আটটার দিকে একটি মোটর-সাইকেলে এসে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় আহত হন রিকশাচালক আমিন, শরীফ ও পথচারী জাভেদ। এদিকে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের পর পুরো এলাকায় কিছুক্ষণের জন্য আতংক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় দোকান পাট। এই ঘটনা ছাড়া চলমান হরতালের দ্বিতীয় নগরীর পরিস্থিতি ছিল স্বাভাবিক। কোথাও হরতালের সমর্থনে পিকেটিং করতে দেখা যায়নি। বর্তমানে পুলিশ জাহাজ কোম্পানি মোড় ও আশে পাশের এলাকায় তল্লাশী অভিযান চালাচ্ছে বলে জানায় কোতোয়ালী থানা পুলিশ।
নোয়াখালী :নোয়াখালী সুধারাম মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার ৫নারী সদস্যকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে জিহাদী বই, সংবর্ধনা সম্বলিত একটি প্লেকার্ড’সহ বিভিন্ন প্রচারনার লিপলেড উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১টার দিকে মাইজদীর লঃইয়ার্স কলনির নাভিলা মঞ্জিল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন- জেলার সদর উপজেলার ফতেপুর এলাকার অহিদুল ইসলামের মেয়ে নাফিসা ইসলাম (১৬), রতনপুর এলাকার মাঞ্জুরুল ইসলামের মেয়ে নাদিরা ফেরদৌস (১৭), হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার বোরহানুল ইসলামের মেয়ে মাহমুদাতুল ইসলাম (১৮), সোনাইমুড়ী উপজেলার কাশিপুর এলাকার সাদেক মিয়ার মেয়ে তাছনুভা মেহরীন (১৫) ও একই উপজেলার বেলাল হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার (১৯)।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের লঃইয়ার্স কলনির নাভিলা মঞ্জিলে অভিযান চালিয়ে নাশকতার সৃষ্টির লক্ষে বৈঠকরত অবস্থায় জামায়াতের সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার ৫নারী সদস্যকে জিহাদী বই ও জামায়াতের বিভিন্ন লিপলেডসহ আটক করা হয়েছে। ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।
রাজশাহী: রাজশাহী নগরীর মতিহার থানাধীন একটি গ্রাম থেকে সোমবার রাতে এক জামা’আতুল মুজাহেদ্বীন বাংলাদেশ (জেএমবি)’র একজন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)সদস্যরা।র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এলিট ফোর্স র্যাবের একটি দল অভিযান চালিয়ে জেএমবি সদস্য রেজওয়ানুল বারিকে (৩৫) গ্রেফতার করে। তার বাবার নাম মোজাম্মেল হক আকন্দ। বাড়ি জয়পুরহাট জেলায়।অভিযানের সময় র্যাব সদস্যরা তার কাছ থেকে ১৮ গ্রাম গানপাউডার ও ধারালো অস্ত্র উদ্ধার করে।
র্যাব সূত্র আরো জানায়, গ্রেফতারকৃত রেজওয়ানুল দীর্ঘদিন ধরে নাশকতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল। একই এলাকায় অপর এক অভিযানে র্যাবের পৃথক দল ৪টি ককটেল ও ১০টি ধারালো অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।উদ্ধারকৃত এসব বিস্ফোরক ও ধারালো অস্ত্র নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করা হতো বলে র্যাব জানিয়েছে। নোয়াখালী : নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত-শিবিরের ৩৫ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে পুলিশ।
নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত-শিবিরের ৩৫ জন কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সহিংসতা কর্মকা-সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।সোমবার রাতে হাটহাজারী, সীতাকু-, বোয়ালখালী, সাতকানিয়া ও লোহাগাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়েছে।
তাছাড়া, রংপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৩ কর্মীসহ ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যার পর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
একই সময়ে গাজীপুরে বিএনপির ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদর আটক করা হয়।গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, জয়দেবপুর থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৩ জন, শ্রীপুর থানা এলাকা থেকে ৩০ জন, টঙ্গী থানা এলাকা থেকে ২ জন, কালিয়াকৈর থেকে একজন এবং কালীগঞ্জ থেকে এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
অপরদিকে বগুড়ায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতাসহ বিভিন্ন মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান মঙ্গলবার সকালে গ্রেফতারের সংখ্যার বিষয়টি শীর্ষ নিউজকে নিশ্চিত করেছেন।
এছাড়াও বহ্মণবাড়িয়ায় অবরোধ ও হরতালে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীসহ ৮৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি।বহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীসহ ৮৯ জনকে গ্রেফতারের বিষয়টি শীর্ষ নিউজকে নিশ্চিত করেছেন।
নড়াইল জেলায় ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালে গত ২৪ ঘণ্টায় বিএনপি-জামায়াতের দুই কর্মীসহ ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে হাফিজুল রহমান কাজী নামে বিএনপির এক কর্মী ও খাইরুল ইসলাম নামে শিবিরের এক কর্মী রয়েছে। নড়াইল পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানা যায়, নড়াইল সদর থানা থেকে ১২ জন, লোহাগড়ায় ৫, কালিয়ায় ৫ ও নড়াগাতি থেকে ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।নাটোরে মহাসড়কে নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায় জেলার গুরুদাসপুর থানা জামায়াতের আমির, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন শীর্ষ নিউজকে জানান, অবরোধ ও হরতালে মহাসড়কে নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায় নাটোরে বিজিবি, র্যাব ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।অভিযানে জেলার গুরুদাসপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে জামায়াতের থানা আমির খালেক মোল্লা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল করিম নাজুসহ ৪ জনকে আটক করা হয়। এসময় নাটোর সদর উপজেলায় বিএনপি-জামায়াতের ৫ কর্মীকে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের ইউনিয়ন আমির আবদুল আজিজসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসানের নির্দেশে এক দল পুলিশ দু’উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার জিহালা ইউনিয়ন জামায়াতের আমির আবদুল আজিজ (৪০), সদর উপজেলার জাকির হোসেন (৫২), তার স্ত্রী নাজমা খাতুন (৪২), তার মেয়ে নিপা খাতুন (২৫) ও ভাই খলিলুর রহমান (৩৮)।কুমিল্লা সদরের একটি কম্পিউটার সেন্টারে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রশির কর্মী সন্দেহে ২ ছাত্রকে আটক করেছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন; রাসেল আহম্মেদ (২৩) ও আবু ইউসুফ (২৪)।
সিরাজগঞ্জে ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের তৃতীয় দিনে সিরাজগঞ্জ শহরে ঝটিকা মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির শহর শাখা। এসময় নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৫ কর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে সোমবার রাতে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৫ কর্মীকে আটক করে পুলিশ।
অপর দিকে জয়পুরহাট সদরের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু রায়হানকে (৩২) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত রায়হানের বিরুদ্ধে চলমান সময়ের ৫ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।