10958710_603806903084686_5443990655912760849_n

দৈনিকবার্তা-ঢাকা, ১০ ফেব্রুয়ারি:  রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদের বিরুদ্ধে ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।মঙ্গলবার দুপুরে রাজধানীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এর প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।যাত্রীবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান এ রিমান্ড আবেদন করেন।

এরআগে, পল্টন থানার একটি মামলায় রিমান্ড শেষে তাকে আদালতে আনা হয়। যাত্রাবাড়ী থানাধীন এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের মামলায় রিজভীকে ফের রিমান্ডে নেওয়া হলো। আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মহসিন মিয়াসহ দলীয় আইনজীবীরা।অপর দিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন, মহানগর পিপি আব্দুল্লাহ আবু, অ্যাডভোকেট শাহ আলম তালুকদার এবং পুলিশের সহকারী কমিশনার মিরাসউদ্দিন।এর আগে গত ৪ ফেব্র“য়ারি যাত্রাবাড়ী থানার আরেকটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন মহানগর ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।গত ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় রাত ১০টার দিকে তারাবো পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা ও ককটেল হামলা চালায় দুর্বত্তরা। এর ফলে আগুনে দগ্ধ হয়েছেন ২৯ যাত্রী।উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে রাত পৌনে ৩টার দিকে র‌্যাব সদস্যদের হাতে আটক হন রিজভী।

এদিকে, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা দ্রুতবিচার মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম ভূইয়া এ পরোয়ানা জারি করেন। অপর আসামি হলেন- ছাত্রদল নেতা আবুল মনসুর খান দীপক।মঙ্গলবার মামলার বাদি পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান আদালতে সাক্ষ্য দিতে হাজির হন। কিন্তু আসামিরা আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। তার পক্ষে কোনো আইনজীবী সময়ের আবেদনের ওপর শুনানি করেন নি।

ম্যাজিস্ট্রেট তারেক মঈনুল ইসলাম ভুইয়া আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বাদির সাক্ষ্য গ্রহন করেন। ২৫ ফেব্র“য়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহনের জন্য দিন ধার্য করেন।২০১৩ সালের ১ এপ্রিল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানার এসআই মাহমুদুল হাসান এ মামলাটি দায়ের করেন। ওই বছরের ৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পল্টন থানার এসআই খোরশেদ আলম।