দৈনিকবার্তা-পাথরঘাটা, ৯ ফেব্রুয়ারি: পাথরঘাটা বাসির দীর্ঘদিনের স্বপ্ন রূপালী ব্যাংকের ৫৩৯ তম শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে পাথরঘাটা পৌর শহরের সদর রোডে এ.কে সিকদার মার্কেট এ শাখা উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রূপালী ব্যাংকের ৫৩৯তম শাখার শুভ উদ্বোধন করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংকের বিভাগীয় প্রধান মো. আবুল কালাম আাজদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল বারী আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
প্রধান অতিথি সাংসদ শওকত হাচানুর রহমান রিমন বলেন- ‘পাথরঘাটার সর্বস্তরের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। ব্যাংকের প্রতি আমাদের সকলে শুভ কামনা রইল। তিনি আরও বলেন- আমরা আশা করবো রূপালী ব্যাংক পাথরঘাটা সর্বস্তরের গ্রাহকদের সেবায় প্রতি নিয়ত নিয়োজিত থাকবে।