হাছান মাহমুদ

দৈনিকবার্তা-ঢাকা, ১০ ফেব্রুয়ারি: বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বিবৃতির মাধ্যমে নিজেদের সহিংসতার কথা স্বীকার করেছেন মন্তব্য করে তাকে সত্য স্বীকারের জন্য ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত খালেদার রোষানলে পুড়ছে মানুষ-পুড়ছে দেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ শীর্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, দেশের কোথাও সহিংসতার ঘটনা ঘটলেই বিএনপির নেতারা অজ্ঞাত স্থান থেকে বিবৃতি পাঠিয়ে বলে এ ঘটনার জন্য আমরা দায়ী না। কিন্তু সাদেক হোসেন খোকার নিউইয়র্ক থেকে পাঠানো বিবৃতিতে প্রমাণ হয় সকল সহিংসতার দায় তাদেরই। এজন্য খোকা ভাইকে ধন্যবাদ। এখন খালেদা জিয়া আর সালাউদ্দিন সাহেব কি বলেন সেটার অপেক্ষায় আছি।প্রসঙ্গত, নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।

বিএনপি-জামায়াতের হাত থেকে শুধু মানুষ নয় এখন পশু-পাখিরাও ছাড় পাচ্ছে না মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, অবিলম্বে এই সহিংসতার রাস্তা পরিহার না করলে জনগণই খালেদাকে গ্রেফতার করে সরকারের হাতে তুলে দিবে।

খালেদাকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, আপনার সহিংসতায় মানুষের রুদ্ররোষের উত্তাপ বুঝতে পারছেন কিনা জানি না। যদি লজ্জা থাকে জনগণের কাছে ক্ষমা চেয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনে ফিরে আসুন।

খালেদা জিয়া এখন শুধু বিএনপির নেত্রী নয়, জামায়াতের অঘোষিত আমির হিসেবে দায়িত্ব পালন করছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

তিনি বলেন, ২০ দলীয় জোট আন্দোলনের নামে যেভাবে মানুষ হত্যা করছে তার একমাত্র উদ্দেশ্য, জঙ্গিবাদের আশ্রয় নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা। তিনি যেভাবে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে হরতাল অবরোধের নামে নাশকতা চালিয়ে যাচ্ছেন এজন্য মানুষের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে তাকে গ্রেফতারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে সমাবশে আরও উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদ, হাবীবুর রহমান খান প্রমুখ।