r115

দৈনিকবার্তা-কক্সবাজার,১০ ফেব্রুয়ারি: দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে অদ্য ১০.০২.২০১৫ তারিখ পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) জনাব মোঃ আলমগীর, কক্সবাজার জেলার রামু উপজেলাধীন কচ্ছাপিয়া ইউনিয়নের চেয়ারম্যানকে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকায় তলব করে শুনানী গ্রহণ করে।পরিবেশ অধিদপ্তর/সরকারী সংস্থার অনুমোদন ব্যতিত পাহাড়/টিলা কর্তন করে ভূমির ইরহফরহম ঈধঢ়ধপরঃু নষ্ট করার অপরাধে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তরের শুনানীতে অংশগ্রহণকারী চেয়ারম্যান অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।