দৈনিকবার্তা-ঢাকা, ৯ ফেব্রুয়ারি: পুলিশ প্রধানের অনুরোধ মেনে নিয়ে রাত ৯টার পর দূরপাল্লার যানবাহন না চালানোর বিষয়ে একমত হয়েছেন পরিবহন মালিকরা৷ সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পরিবহন মালিকদের এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী এবং পরিবহন মালিকরা একথা জানান৷তবে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান স্বাভাবিক নিয়মে চলাচল করবে৷
গত ৬ জানুয়ারি থেকে চলে আসা বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে মহাসড়কে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে৷ এরইমধ্যে গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগ পুলিশলাইনে টেলিকম ভবনে বাস মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রাত ৯টার পরে মহাসড়কে গাড়ি না চালাতে মালিকদের প্রতি আহ্বান জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক৷
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবহন মালিক ও শ্রমিকনেতারা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেন৷ বিকেল সোয়া চারটা থেকে শুরু হওয়া এ বৈঠক চলে প্রায় দুই ঘন্টা৷
বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সড়কের যেসব জায়গায় সমস্যা আছে, সেগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে শিগগির আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে৷ তবে রাত নয়টার মধ্যে যাত্রীবাহী বাস গন্তব্যে পৌঁছানোর বিষয়ে পুলিশের আগে থেকেই যে নির্দেশনা ছিল, সরকার সে অবস্থান থেকে সরে আসেনি৷
পরে মালিকপক্ষের তরফ থেকে খন্দকার এনায়েত উল্লাহ বলেন, এখন শুধু যাত্রীবাহী বাস নয়টার মধ্যে গন্তব্যে পৌঁছাবে, এ সিদ্ধান্ত আমরা নিয়েছি৷ তবে আমরা আশা করি, দুই-চার দিনের মধ্যেই পূর্বের অবস্থায় ফিরে যাব৷
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, মহাসড়কের কোন জায়গাগুলো ঝুঁকিপূর্ণ৷ জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান ও এনায়েত উল্লাহ যৌথভাবে জানান, গাইবান্ধা, রংপুর ও চট্টগ্রামের দুই-একটি জায়গায় ঝুঁকিপূর্ণ৷ সেগুলি চিহ্নিত করা হয়েছে৷ এসব স্থানে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার পর আগের মতো যাত্রীবাহী বাস চালানো যাবে৷স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন, গত দু-এক দিনের তুলনায় মহাসড়কের অবস্থা এখন ভালো৷