Picture-5-1423461015

দৈনিকবার্তা-ময়মনসিংহ, ৯ ফেব্রুয়ারি: ময়মনসিংহের মুক্তাগাছার রামচন্দ্রপুর এলাকায় রবিবার রাত আড়াইটার দিকে মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ড ভ্যানে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভ্যানে থাকা ১৪ হাজার মুরগির বাচ্চা পুড়ে অঙ্গার হয়ে গেছে। ভ্যানটিও সম্পূর্ণ রুপে পুড়েগেছে। কাভার্ড ভ্যানের চালক আব্দুর রহমান ও এলাকাবাসী জানায় ১৪হাজার মুরগির বাচ্চা ভর্তি কাজী ফার্ম লিমিটেড এর কাভার্ড ভ্যানটি ( কুষ্টিয়া অ-১১-০০০৮) গাজীপুর থেকে মধুপুর যাবার পথে মুক্তাগাছার রামচন্দ্রপুর নামক স্থানে রোববার (দিবাগত) রাত আড়াইটার দিকে ৭/৮ জনের একটি গ্র“প লাঠিসোটা নিয়ে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে।

এসময় তারা গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। লোকজন আসার আগেই দুর্বৃত্তরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই মুরগির বাচ্চাসহ গাড়িটি পুড়ে যায়। ভ্যানের হেল্পার খোরশেদ আলম জানায় অবরোধকারীরা চালক এবং তার গায়েও পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে। এসময় তারা দৌড়ে পালিয়ে যায়। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান দুস্কৃতকারীদের চিহিৃত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার জানান, গাজীপুরের মাওনার কাজি ফার্মের মুরগীর বাচ্চা নিয়ে কাভার্ডভ্যানটি মুক্তাগাছার কালিবাড়ি বাজারে আসছিল। এ সময় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে গাছের গুড়ি ফেলে রাখে দুবৃত্তরা। কাভার্ডভ্যানটি রামচন্দ্র বাজার এলাকায় আসলে মোটর সাইকেলযোগে ১০-১৫ জন মুখোশধারী যুবক কাভার্ডভ্যানের গতিরোধ করে। পরে চালক লক্ষীপুরের আব্দুর রহমান (৩০) ও হেলপার বরিশালের খোরশেদকে নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে কেটে পড়ে তারা।এ সময় কাভার্ডভানে থাকা প্রায় ১১ হাজার মুরগীর বাচ্চা পুড়ে মারা যায়। আগুনে কাভার্ডভ্যানটিও সম্পূর্ণরূপে পুড়ে গেছে বলেও জানান তিনি।মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা করা হবে।