নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান

দৈনিকবার্তা-ঢাকা, ৯ ফেব্রুয়ারি: নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ২০ দলীয় জোটের গণআন্দোলনের নামে নিরীহ মানুষ হত্যা বাংলাদেশের মানুষ এর আগে কখনো দেখেনি। নিরীহ মানুষ হত্যার দায়ে খালেদা জিয়ার বিচার করা হবে। মন্ত্রী সোমাবর ঢাকায় সদরঘাটে হরতাল-অবরোধের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারি-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন।

কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাজি মোঃ সেলিম, সংসদ সদস্য শিরীন আখতার, মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি ইসমত কাদির গামা, মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মালেক মিয়া, নারী নেত্রী রিমা ফেরদৌস, গার্মেন্টস শ্রমিক নেতা আব্দুল ওয়াহেদ, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের সভাপতি আজহার আলী, যুব নেতা শিপু আহমেদ ও ছাত্রনেতা রাকিব হোসেন।

শাজাহান খান বলেন, ২০ দলীয় জোট আন্দোলনের নামে এ পর্যন্ত ৯০ জনকে হত্যা করেছে। বিএনপি নেত্রী অহিংস আন্দোলনের পরিবর্তে সহিংস আন্দোলন করছেন। তাদের সে আন্দোলনে জনগণের সাড়া নেই। বাংলার মানুষ হরতাল-অবরোধ চায়না।মন্ত্রী বলেন, সাধারণত মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে থাকে। কিন্তু বাংলাদেশের বর্তমান চিত্র সম্পূর্ণ উল্টো, মানুষ এখন বিরোধী দলের বিরুদ্ধে আন্দোলন করছে এটা একটা বিরল ঘটনা। তিনি ২০ দলীয় জোটের আন্দোলনের নামে গণহত্যার অভিযোগে খালেদা জিয়াকে গ্রেফতারের দাবী জানান।