maya

দৈনিকবার্তা-ঢাকা, ৯ ফেব্রুয়ারি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশিদের নির্দেশেই বাংলাদেশে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ৷বিএনপির সঙ্গে যারা সংলাপের কথা বলছেন তাদের পাগল ও জ্ঞানপাপী বলে অভিহিত করেন আওয়ামী লীগের এ নেতা৷তিনি বলেন, বিএনপি নিজেরাই জানে না তাদের কি দাবি৷ হরতাল অবরোধের নামে তারা মানুষ পোড়াচ্ছে৷ আর কিছু কিছু বুদ্ধিজীবী তাদের পক্ষ নিয়ে সংলাপের কথা বলে সন্ত্রাসী কর্মকান্ডকে আড়াল করার চেষ্টা করছে৷ বিএনপির মনে রাখা উচিত- সন্ত্রাসী কর্মকান্ড দিয়ে কোনো দাবি আদায় করা যাবে না৷

হানিফ সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন৷ বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধে দলের বক্তব্য তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷সংবাদ সম্মেলন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলি, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম ও সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন৷আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যারা সংলাপের কথা বলেন- সেইসব বুদ্ধিজীবীদের উচিত বিএনপি-জামায়াতকে জ্বালাও-পোড়াও বন্ধের জন্য চাপ সৃষ্টি করা৷ কিন্তু তারা তা না করে শুধু সংলপের কথা বলেন৷ তাদেরকে বলুন তাদের সহিংস কর্মকান্ডের দায় স্বীকার করে নেয়ার জন্য৷

বর্তমান সহিংস কর্মকান্ডের জন্য বিএনপি দায়ী নয় বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে মাহবুব উল আলম হানিফ বলেন, তারা যদি এ কর্মকান্ডের জন্য দায়ী না হয় তাহলে তাদের সঙ্গে কি জন্য সংলাপ? বর্তমানে দেশে সঙ্কট হচ্ছে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, গাড়িতে আগুন দেয়া৷ এগুলো যদি তারা নাই করে থাকে তাহলে তাদের সঙ্গে সংলাপ কিসের জন্য?এ পর্যনত্ম ৭২ জন মানুষকে হত্যা করা হয়েছে৷ এটা পৈশাচিক কর্মসূচি ছাড়া আর কিছুই নয়৷

সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে আগামী ২৪ ঘন্টার মধ্যে পেট্রোলবোমা হামলাকারীদের সরকার নির্মূল করবে৷বিএনপি জোটের দাবি না মানার পক্ষে অবস্থান জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, সন্ত্রাসী কার্যক্রমের মুখে মানা হলে তা বাজে উদাহরণ হয়ে থাকবে৷

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি জোট লাগাতার অবরোধ চালিয়ে যাচ্ছে, যাতে নাশকতায় অর্ধ শতাধিক মানুষ ইতোমধ্যে নিহত হয়েছেন৷বিরোধী জোটের অসাংবিধানিক দাবির কাছে নতি স্বীকারে নারাজ আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, বিএনপি-জামায়াত জোট দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে৷

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ বলেন, টানা অবরোধের নামে সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে সরকারের কাছ থেকে কোনো দাবি আদায় হলে তা বাজে উদাহরণ হয়ে থাকবে৷পৃথিবীর সভ্য কোনো দেশে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কোনো দাবি আদায় করা যায়নি৷ বাংলাদেশেও এটা সম্ভব নয়৷

নাশকতার দায় অস্বীকার করে বিএনপির বক্তব্যের জবাবে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, যদি তাই হয়ে থাকে, আপনাদের কর্মসূচি প্রত্যাহার করুন৷ আমরা আগে এই পেট্রোল বোমা হামলাকারীদের দমন করি, এরপর আবার কর্মসূচি দিন৷আপনারা (বিএনপি-জামায়াত) কর্মসূচি প্রত্যাহার করে নিলে আমরা কথা দিলাম, আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশের সকল নাশকতা দমন করব৷ সেক্ষেত্রে এখন নাশকতা দমনে সরকার ব্যর্থ হচ্ছে কেন- প্রশ্ন করা হলে হানিফ বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক সংগঠন৷ তাদের ৩০-৩৫ ভাগ ভোটার রয়েছে৷ তাছাড়া তাদের লাখ লাখ কর্মী রয়েছে৷ তাদের দমন করতে একটু সময় তো লাগবেই৷ তবে আশা করছি খুব শিগগিরই এদেরকে দমন করতে পারব৷

সংলাপে বসতে নাগরিক সমাজের প্রতিনিধিদের আহ্বানের প্রতিক্রিয়ায় তাদের বিএনপিকে নাশকতা বন্ধের পরামর্শ দিতে বলেছেন আওয়ামী লীগ নেতা৷ দেশের বর্তমান সঙ্কট হচ্ছে পেট্রোল বোমা হামলাকারী৷ আর সেটা যদি বিএনপি না করে থাকে৷তাহলে তাদের সঙ্গে কিসের সংলাপ? সংলাপ হবে যারা নাশকতা করছে তাদের সঙ্গে!বিএনপি-জামায়াত নাশকতার দায় স্বীকার করে নিলে সংলাপের বিষয়ে নতুন করে চিন্তাভাবনা করতে পারেন বলে ইঙ্গিত দেন ক্ষমতাসীন দলের এই নেতা৷ তিনি গণফোরাম সভাপতি কামাল হোসেনের সমালোচনা করে বলেন, আমরা স্তম্ভিত ড. কামাল স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, তিনি ডেভিড বার্গম্যানের পক্ষ নিয়ে বিবৃতি দেন৷ ডেভিড বার্গম্যানের সানি্নধ্যে আসার কারণে ড. কামাল স্বাধীনতার চেতনা থেকে দূরে সরে গেছেন৷