দৈনিকবার্তা-হবিগঞ্জ, ৯ ফেব্রুয়ারি: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের গোলগাঁওয়ে পাহাড় ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-স্থানীয় আব্দুল গণি (৬০) ও আব্দুস শহীদের ছেলে জুয়েল মিয়া (১৫)।
সোমবার বেলা ১১টার দিকে বৃন্দাবন চা বাগান সংলগ্ন গোলগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই শ্রমিক সকালে গোলগাঁওয়ে একটি পাহাড়ের মাটি কাটছিলেন। এসময় পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে তারা মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ দুর্ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছেন।