দৈনিকবার্তা-বগুড়া, ৯ ফেব্রুয়ারি: বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শামসুল হক (৫০) কে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার সকালে ঐ ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের একটি ধান ক্ষেত থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে।জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধুনট থানা পুলিশ জানিয়েছেন। স্থানীয় একটি স্কুল মাঠে রাতে ওরস মাহফিল থেকে ফেরার পথে একদল দূর্বৃত্ত তার পথ রোধ করে তাকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। সামসুল রাঙ্গামাটি গ্রামের মোজাহার ্আলীর ছেলে। সোমবার সকালে ধুনট উপজেলার রাঙামাটি এলাকায় একটি ধান ক্ষেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শামছুল হক আওয়ামী লীগের এলাঙ্গী ইউনিয়ন কমিটির সহ-সভাপতি ছিলেন।ময়না তদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ ও তার স্বজনরা জানান, জমি-জমা নিয়ে বিরোধের কারণে শামছুল হককে খুন করা হতে পারে।ধুনটের এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এম এ তারেক হেলাল জানান, রোববার রাতে শামছুল হক স্থানীয় বাজারে গভীর রাত পর্যন্ত গল্প করছিলেন। সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে তার লাশ পাওয়া যায়।ধুনট থানার ওসি জিয়াউর রহমান জানান, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় শামছুল হককে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে যায়।