দৈনিকবার্তা-নেত্রকোণা, ৯ ফেব্রুয়ারি: নেত্রকোণার মোহনগঞ্জে এক মুক্তিযোদ্ধাকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় দেন।দণ্ডিতরা হলেন, মোহনগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের আনোয়ার হোসেন (২৭) ও পাবই গ্রামের বকুল মিয়া (৪৮)।এদের মধ্যে বকুল মিয়া পলাতক রয়েছেন।ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ জানান, বিরামপুর গ্রামের মুক্তিযোদ্ধা কানু তালুকদারের মেয়ে এবং বকুল মিয়ার ছেলের নিজেদের ইচ্ছায় বিয়ে করে। কিন্তু এই বিয়ে কানু তালুকদার মেনে নেননি।
এতে ক্ষুব্ধ হয়ে বিয়ের প্রায় এক বছর পর ২০০৮ সালের ১০ মে রাত ২টার দিকে সিঁদ কেটে ঘরে ঢুকে কুড়াল দিয়ে কানু তালুকদারকে খুন করা হয় বলে আনোয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়।এ ঘটনায় নিহতের ভাই কাঞ্চন তালুকদার পরদিন মোহনগঞ্জ থানায় মামলা করেন। একই বছরের ৩১ জুলাই অভিযোগপত্র দেয় পুলিশ।