_80872655_025784821-1

দৈনিকবার্তা-ঢাকা, ৯ ফেব্রুয়ারি: মিসরের রাজধানী কায়রোতে ফুটবল সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীগুলোর সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন৷ এছাড়া সংঘর্ষেআরো অন্তত ২০ জন আহত হয়েছেন৷ প্রিমিয়ার লিগের ম্যাচ শুরু হওয়ার আগে এয়ার ডিফেন্স স্টেডিয়ামের বাইরে সংঘর্ষের এ ঘটনা ঘটে, সোমবার জানিয়েছে বিবিসি৷দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, জামালেকে’র সমর্থকরা বিনা টিকেটে বলপূর্বক স্টেডিয়ামে প্রবেশ করার চেষ্টা করলে সংঘষের্র সূত্রপাত হয়৷ সহিংস সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে৷

তবে কিভাবে এত লোকের মৃতু্য হয়েছে তা পরিষ্কার নয় বলে জানিয়েছে বিবিসি৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাঙ্গামার সময় পদদলিত অনেক মানুষ শ্বাসরুদ্ধ হয়ে মারা যান৷ বাইরে সংঘর্ষ চললেও স্টেডিয়ামের ভিতরে খেলা স্বাভাবিক গতিতে এগিয়ে যায় এবং ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়৷

সহিংসতার প্রতিক্রিয়ায় জাতীয় লিগ চ্যাম্পিয়নশিপ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার৷সংঘর্ষ থামার পর ঘটনাস্থলে হতাহতদের আশপাশে হাজার হাজার পরিত্যক্ত জুতা ছড়িয়ে-ছিটিয়ে ছিল৷ স্টেডিয়ামের মাত্র একটি গেট দিয়ে তাদের প্রবেশ করতে দেয়ার কর্তৃপক্ষের সিদ্ধান্তে সহিংসতা ছড়িয়ে পড়ে বলে অভিযোগ করেছেন জামালেকের সমর্থকরা৷

এর আগে ২০১২’র ফেব্রুয়ারিতে দেশটির বন্দর শহর পোর্ট সৈয়দে ফুটবল খেলা শেষে সহিংসতায় ৭০ জন নিহত হয়েছিল৷ ওই সময়ও লিগ নিষিদ্ধ করা হয়েছিল, সমপ্রতি ওই নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার পর ফুটবল ম্যাচগুলোতে প্রচুর দর্শক সমাগম হচ্ছিল৷মিসরের ফুটবল-প্রাণ সমর্থকদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীগুলোর শত্রুতার ও উত্তেজনার ইতিহাস আছে৷ ফুটবল ভক্তদের অনেকেই ২০১১’র ‘আরব বসন্ত’র আন্দোলনে অংশ নিয়েছিলেন৷ফুটবলের এসব পাড়ভক্তরা গভীরভাবে রাজনীতি সচেতন৷ সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারককে ক্ষমতা থেকে উচ্ছেদে এদের বিশেষ ভূমিকা ছিল৷