ivoricost-01

দৈনিকবার্তা-ঢাকা, ৯ ফেব্রুয়ারি: নানা বিতর্কের জন্ম দিয়ে রোববার ইকুয়াটোরিয়াল গিনিতে অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব নেশন্স ফুটবলে টাইব্রেকারে ঘানার বিপক্ষে ৯-৮ গোলে জয় নিয়ে শিরোপা লাভ করেছে আইভরি কোস্ট৷ ওই ম্যাচটি ঘিরে রেফারির বিতর্কিত সিদ্ধানত্ম নেয়ার পাশাপাশি দর্শকরাও জড়িয়ে পড়ে দাঙ্গাহাঙ্গামায়৷

এ সময় সারা বিশ্বের দর্শকরা টেলিভিশনের বদৌলতে স্বচক্ষে দেখেছে কিভাবে স্বাগতিক দর্শকরাও হাঙ্গামায় লিপ্ত হয়েছে, গস্নাস ভেঙ্গেছে, ভাঙ্গা গ্লাসের টুকরো দিয়ে দঙ্গাকারীরা মিসাইলের মত একে অপরের দিকে ছুড়েছে৷ পাশাপাশি চিত্র ছিল রেফারিকে লাঞ্ছিত করার ঘটনা৷

তবে এসব ঘটনায় মহাদেশটির ফুটবল কর্তারা খুব একট বিচলিত নন৷ বরং আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) সভাপতি বিষয়টিকে দেখছেন ভিন্ন চোখে৷ তার মতে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো তাদের ঔপনিবেশিক মনোভাবের কারণে বিষয়টিকে ফুলিয়ে ফাপিয়ে প্রচার করছে৷ ইউরোপেও এমন পরিস্থিতির সৃষ্টি হয়, তবে সেখানে বিষয়গুলোতে এত বেশি রং লাগানো হয়না৷ ইউরোপে এমন ঘটনা হলে তারা এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে চালিয়ে দেন৷ আর আফ্রিকায় কিছু ঘটলে তারা শুরম্নই করেন দুনর্ীতির কথা বলে৷ পশ্চিমা মিডিয়াগুলো এখানে এসেছে কেবলমাত্র তাদের উপনিবেশিকতাকে ফের জাগিয়ে রাখার মানষে৷

এদিকে ফাইনাল ম্যাচে আইভরি কোস্টকে জয় পাইয়ে দেয়ার মুল নায়ক দলীয় গোল রৰক বুবাকার ব্রারি টাইব্রেকারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শিরোপা নির্ধারণী গোলটি এসেছে তার পা থেকেই৷ এর আগে মুল পর্বের লড়াইয়ে ম্যাচটি ছিল গোলশূন্য ড্র৷ অতিরিক্ত সময়েও গোল করতে পারেনি কোন পক্ষ৷ শেষ পর্যনত্ম ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়৷ সেখানেও প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সমানে সমানে৷ ২২টি পেনাল্টি শটে উভয় পৰ সমতায় থাকায় শেষ পর্যনত্ম পেনাল্টি কীকের জন্য ডাক পড়ে প্রতিদ্বন্দ্বী দল দু’টির গোল রৰকদের৷ আইভরিকোস্টের গোল রক্ষক ব্যারি প্রথমে প্রতিপৰ গানার গোল রৰক রাজাক ব্রাইমার বলটি বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করার পর নিজে গোল করে পরাসত্ম করেন রাজাককে৷ ফলে ৯-৮ গোলে জয় নিয়ে শিরোপা নিশ্চত করে আইভরিয়ানরা৷