দৈনিকবার্তা-ঢাকা, ৮ ফেব্রুয়ারি: জাতীয় পতাকা হাতে নিয়ে হরতাল-অবরোধেরমতো কর্মসূচী আইন করে বন্ধ ঘোষণা ও সুষ্ঠ ু নির্বাচনের দাবি নিয়ে ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। আজ দুপুর ১২ ঘটিকায় ঢাকাস্থ চকবাজার শাহী মসজিদের বিপরীত দিকের রাস্তায় বৃহত্তর চক-মৌলভী বাজার প্রসাধনী বিক্রেতা সমিতির উদ্যোগে ইমামগঞ্জ পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। একই সময়ে মানববন ধানমন্ডী, লালবাগ, হাজারীবাগ, নবাবগঞ্জ, কামরাঙ্গীরচর এলাকার গুরুত্বপূর্ণ এলাকার ব্যবসায়ীরা পৃথক পৃথকভাবে পূর্ব ঘোষিত এ কর্মসূচী পালন করেছেন।
ব্যবসায়ীরা জানিয়েছেন, সারাদেশে রাজনীতির নামে যা ঘটছে তা পরিত্যাজ্য ও ঘৃণিত। রাজনৈতিক দলের প্রধানদেরকে সমঝতায় আসার আহব্বান সম্বলিত ব্যনার, পোস্টার নিয়ে রাজধানীর কোথাও কোথাও মিছিল করতে দেখা গেছে। পাইকারি ব্যবসায়ীদের একজন জানিয়েছেন, হরতাল-অবরোধে দোকান খোলা রাখলেও ক্রেতা না আসায় অলস সময় পার করতে হয়। চকবাজার, মৌলভীবাজার, ইমামগঞ্জ এলাকা মূলত পাইকারি বিক্রয়ের স্থান। কিন্তু বর্তমান অবস্থায় খুচরা বিক্রি করার মতো পরিবেশও নেই। ঢাকার বাইরের খরিদদারেরা অবরোধের কারণেন আসতে পারছেনা বিধায় তাদের বিক্রি শূন্যের কোঠায় নেমে এসেছে।
মানববন্ধন সম্পর্কে চকবাজারের ব্যবসায়ী শরীফ খালেদ হোসেন এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ধরণের মানবন্ধন কর্মসূচী পালন করে কোন ফায়দা হয়েছে বলে তার জানা নেই। ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতাদের কাছে তাদের দাবি তুলে ধরেছেন, কোনটাই আলোর মুখ দেখেনি। বরং যারা এ ধরণের কর্মসূচিতে অংশ নেয় , যাদের ছবি পত্র-পত্রিকায় প্রকাশিত হয় তারা সব সরকারের আমলে সরকারি দলে থাকে এবং রাজনৈতিক ফায়দা হাসিল করে। সাধারণ ব্যবসায়ীরা সব সরকারের আমলেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সাধারণ মানুষ মনে করেন, বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারকে সংলাপের আয়োজন করা উচিত।