সাংস্কৃতিক অনুষ্ঠান

দৈনিকবার্তা- ঢাকা, ৮ ফেব্রুয়ারি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও বাংলাদেশ পথনাটক পরিষদ এর সহযোগিতায় ০১ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০১৫ প্রতিদিন বিকেল ৫.৩০টা থেকে দলীয় নৃত্য, পথ নাটক ও মঞ্চ নাটকের সমন্বয়ে সোহ্রাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ০১ ফেব্রুয়ারি ২০১৫ বিকেল ৪.০০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, এমপি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব গোলাম কুদ্দুছ, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি জনাব মান্নান হীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর সেক্রেটারি জেনারেল জনাব আকতারুজ্জামান এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান।

উদ্বোধনী আলোচনা শেষে সেলিনা হক এর নৃত্য পরিচালনায় ঘাসফুল নদী শিল্প গোষ্ঠী ‘হাজার বছর পরে’ ও ‘হাওয়া নদীর নাও’ দুইটি দলীয় নৃত্য পরিবেশন করে এবং এ, বি, এম সাইদুল হক এর রচনা ও গাজী রাকায়েত এর নির্দেশনায় চারুনিড়ম থিয়েটার এর পরিবেশনায় মঞ্চস্থ হয় পথনাটক ‘পাক মটর বাংলা মটর’।

মাসব্যাপী অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজ ০৮ ফেব্রুয়ারি সুলতানা হায়দার এর নৃত্য পরিচালনায় ‘সুকন্যা’ নৃত্যগোষ্ঠী’র পরিবেশনায় খাঁচার ভিতর অচিন পাখি ও ঢোল বাজে বাঁশি বাজে দুইটি দলীয় নৃত্য, এইচ আর অনিক এর রচনা ও নির্দেশনায় চন্দ্রকলা থিয়েটার এর পরিবেশনায় পথনাটক ‘আজম বাক্স’ এবং মাহবুল লিলেন এর রচনা, ইশরাত নিশাত এর নির্দেশনায় এবং দেশ নাটক এর পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক ‘অরক্ষিতা’।

আগামীকাল ০৯ ফেব্রুয়ারি গেলাম মোস্তফা এর নৃত্য পরিচালনায় বেণুকা ললিতকলা একাডেমী এর পরিবেশনায় দুইটি দলীয় নৃত্য, রাশেদুল ইসলাম রাজা এর রচনা, কামাল বারী এর নির্দেশনায়, দ্যাশবাংলা থিয়েটার এর পরিবেশনায় পথনাটক ‘আঙ্গুরী কথন’ এবং কামরুজ্জামান তুপা এর নির্দেশনায় ও সাত্ত্বিক নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় অপু আনাম এর রূপান্তরে মলিয়রের নাটক ‘পেজগী’ মঞ্চস্থ হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিদিন বিকাল ৫.৩০টা থেকে দলীয় নৃত্য, পথনাটক এবং মঞ্চনাটক প্রদর্শনী – মুক্ত মঞ্চ, সোহ্রাওয়াদী উদ্যান

উৎসবে অংশগ্রহণকারী নৃত্যদল ঃ

ক্রমিক নং দলের নাম নৃত্য নৃত্য পরিচালনা গানের কথা মঞ্চায়ন তারিখ
০১ সুকন্যা দলীয় সুলতানা হায়দার খাচার ভিতর অচিন পাখি ও ঢোল বাজে বাশি বাজে ০৮/০২/২০১৫
০২ বেণুকা ললিতকলা একাডেমী দলীয় গোলাম মোস্তফা ০৯/০২/২০১৫
০৩ অঙ্গিকার দলীয় তাবাসসুম আহমেদ ১০/০২/২০১৫
০৪ নৃত্যাঙ্গ দলীয় সালমা বেগম মুন্নি ১১/০২/২০১৫
০৫ জাগোআর্ট দলীয় বেলায়েত হোসেন খান ১২/০২/২০১৫

উৎসবে মঞ্চনাটকে অংশগ্রহণকারী নাট্যদল ঃ
॥ক্রমিক নং দলের নাম নাটকের নাম রচনা নির্দেশনা মঞ্চায়ন তারিখ
০১ মহাকাল নাট্য সম্প্রদায় শিখন্ডী কথা আনন জামান রশীদ হারুন ০২/০২/১৫
০২ সংলাপ গ্রুপ থিয়েটার বদনাম মোস্তফা হিরা মোস্তফা হিরা ০৩/০২/১৫
০৩ নাট্যতীর্থ কমলা সুন্দরী আবদুল হালিম আজিজ তপন হাফিজ ০৪/০২/১৫
০৪ খেয়ালী নাট্যগোষ্ঠী (পথনাটক)
সংলাপ গ্রুপ থিয়েটার (পথনাটক) রক্তাক্ত বাংলা
নতুন প্রজন্ম এ. কে. এ. কবীর
রফিকুল আলম এ. কে. এ. কবীর
রফিকুল আলম ০৫/০২/১৫

০৫ অনুশীলন নাট্যদল, রাজশাহী দণ্ড মলয় ভৌমিক মলয় ভৌমিক ০৬/০২/১৫
০৬ প্রাচ্যনাট কিনু কাহারের থেটার এনোজ মিত্র তৌফিকুল ইসলাম ইমন ০৭/০২/১৫
০৭ দেশ নাটক অরক্ষিতা মাহবুব লিলেন ইশরাত নিশাত ০৮/০২/১৫
০৮ সাত্ত্বিক নাট্য সম্প্রদায় পেজগী মূল- মলিয়ের
রূপান্তর- অপু আনাম কামরুজ্জামান তুপা ০৯/০২/১৫
০৯ সুষম নাট্য সম্প্রদায় মৃগতৃষা খন্দকার আনোয়ারুল
ইসলাম খন্দকার আনোয়ারুল
ইসলাম ১০/০২/১৫
১০ পদাতিক নাট্য সংসদ
বাংলাদেশ পোড়া মাটি বাবুল বিশ্বাস আইরিন পারভিন
লোপা ১১/০২/১৫
১১ নাগরিক নাট্যাঙ্গণ বাংলাদেশ প্রাগৌতিহাসিক মূল- মানিক বন্দোপাধ্যায়
নাট্যরূপ-মাহমুদুল ইসলাম
সেলিম লাকী ইনাম ১২/০২/১৫
১২ লোক নাট্যদল (বনানী) সোনাই মাধব ময়মনসিংহ গীতিকা ইউজিন গোমেজ ১৩/০২/১৫
১৩ থিয়েটার আর্ট ইউনিট সময়ের প্রয়োজনে জহির রায়হান মো: বারী ১৪/০২/১৫
১৪ দৃষ্টিপাত নাট্য সংসদ নাগর আলীর কিচ্ছা ব. আ. সালাম ব. আ. সালাম ১৫/০২/১৫
১৫ প্রাঙ্গণেমোর আওরঙ্গজেব মুহিত চট্টোপাধ্যায় অনন্ত হিরা ১৬/০২/১৫
১৬ বুনন থিয়েটার নক্শী কাঁথার মাঠ জসিম উদ্দিন আনন জামান ১৭/০২/১৫
১৭ নাট্যজন শেষ রক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর মোহসেনা আখতার ১৮/০২/১৫
১৮ ঢাকা পদাতিক পাইচো চোরের কিচ্ছা সংগ্রহ/রচনা-কাজী চপল কাজী চপল ১৯/০২/১৫
১৯ গময় ভাগের মানুষ মান্নান হীরা আলী যাকের ২০/০২/১৫
২০ লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) কব্ধুস মূল- মলিয়ের
রূপান্তর-তারিক আনাম খান লিয়াকত আলী লাকী ২১/০২/১৫
২১ শব্দ নাট্যচর্চা কেন্দ্র ইনফরমার শান্তনু বিশ্বাস খোরশেদুল আলম ২২/০২/১৫
২২ বাংলাদেশ থিয়েটার নবাব যখন
নবাব সিরাজউদ্দৌলা সচীন দেব আবদুল আজিজ ২৩/০২/১৫
২৩ ঢাকা থিয়েটার ইতি পত্রমিতা সেলিম আল দীন রুবায়েত আহমেদ ২৪/০২/১৫
২৪ নাগরিক নাট্য সম্প্রদায় নামগোত্রহীন-
মান্টোর মেয়েরা গল্প- সাদাত হোসেন মান্টো, রচনা : ঊষা গাঙ্গুলী ঊষা গাঙ্গুলী ২৫/০২/১৫
২৫ থিয়েটার (বেইলী রোড) মেরাজ ফকিরের মা আবদুল্লাহ আল মামুন আবদুল্লাহ আল মামুন ২৬/০২/১৫
২৬ নাগরিক নাট্যাঙ্গণ অনস্বাম্বল রাজা ও রানী সুনীল গঙ্গোপাধ্যায় জামাল উদ্দিন হোসেন ২৭/০২/১৫
২৭ আরণ্যক নাট্যদল রাঢ়াঙ মামুনুর রশীদ মামুনুর রশীদ ২৮/০২/১৫

উৎসবে পথনাটকে অংশগ্রহণকারী নাট্যদল ঃ

ক্রমিক নং দলের নাম নাটকের নাম রচনা নির্দেশনা মঞ্চায়ন তারিখ
০১ চারুনিড়ম পাক মটর বাংলা মটর এ.বি.এম. সাইদুল হক গাজী রাকোয়েত ০১/০২/১৫
০২ বর্ণমালা গ্রুপ থিয়েটার পাগল পাগল খেলা সুলতান আহমেদ টিপু সুলতান আহমেদ টিপু ০২/০২/১৫
০৩ বনলতা (ঝিনাইদহ) সাদা শার্ট দেবাশীষ ঘোষ পথিক শহিদুল ০৩/০২/১৫
০৪ ঢাকা ড্রামা নাট্যদল জয় বাংলা তানভীর আহমেদ সিডনী শাহাদাৎ হোসেন নিপু ০৪/০২/১৫
০৫ নওয়াপাড়া নাট্যগোষ্ঠী বর্ণমালার পদাবলী অচিন্ত কুমার ভৌমিক তপন রাজ ০৫/০২/১৫
০৬ ইউনিভার্সেল থিয়েটার ছাড়পত্র মাজহারুল হক পিন্টু আবুল হোসেন খোকন ০৬/০২/১৫
০৭ পদাতিক নাট্য সংসদ (টিএসসি) তাহাদের কথা মূল ভাবনা: মমিনুল হক দিপু মমিনুল হক দিপু ০৭/০২/১৫
০৮ চন্দ্রকলা থিয়েটার আজব বাক্্র এইচ. আর. অনিক এইচ. আর. অনিক ০৮/০২/১৫
০৯ দ্যাশবাংলা থিয়েটার আঙ্গুরী কথন রাশেদুল ইসলাম রাজা কামাল বারী ০৯/০২/১৫
১০ মুক্তালয় থিয়েটার ঘুন আমিনুল হক আমিন আমিনুল হক আমিন ১০/০২/১৫
১১ ভিশন থিয়েটার নাড়াই জগলুল হায়দার শেখ শাফায়েতুর রহমান ১১/০২/১৫
১২ নাট্যভূমি বাংকার ইমন শিকদার শাহজাহান শোভন ১২/০২/১৫
১৩ জাগরণী থিয়েটার বিষবৃক্ষ আবদুল হালিম আজিজ রুকুনুজ্জামান আপেল ১৩/০২/১৫
১৪ অপেরা বউ মান্নান হীরা রেজাউর রহমান সবুজ ১৪/০২/১৫
১৫ নাট্যযোদ্ধা ৮ই ফাল্পুন ফয়সাল আহমেদ ফয়সাল আহমেদ ১৫/০২/১৫
১৬ দৃষ্টিপাত নাট্যদল আলোর মিছিল জ্বালো আবদুল হালিম আজিজ আবদুল হালিম আজিজ ১৬/০২/১৫
১৭ মৈত্রী থিয়েটার বর্ণচোরা মমতাজউদ্দীন আহমদ মমতাজউদ্দীন আহমদ ১৭/০২/১৫
১৮ রঙ্গপিঠ খেয়াপাড়ের মাঝি সাজ্জাদ লিপন গোলাম জিলানী ১৮/০২/১৫
১৯ নাট্যদল শামুককাল ইব্রাহিম হোসেন সাগর সর্দার ১৯/০২/১৫
২০ গতি থিয়েটার কদাকার আশিক সুমন আশিক সুমন ২০/০২/১৫
২১ অবয়ব নাট্যদল পুকুর চুরি শহিদুল হক খান শ্যানন শহিদুল হক খান শ্যানন ২১/০২/১৫
২২ নাট নন্দন অন্য যুদ্ধ আহসান হাবিব সরণ আহসান হাবিব সরণ ২২/০২/১৫
২৩ বাঙলা নাট্যদল মুক্তির ছিন্ন দলিল নাসির আহমেদ হ. ম. সহিদুজ্জামান ২৩/০২/১৫
২৪ মানষ নাট্য অঙ্গণ টারমিনাল মঞ্জুর আলম সিদ্দিকী মঞ্জুর আলম সিদ্দিকী ২৪/০২/১৫
২৫ কালের উচ্চারণ জল্লাদ ভাবনা: শাহরিয়ার আল মামুন শাহরিয়ার আল মামুন ২৫/০২/১৫
২৬ নাট্যকুঞ্জ অত:পর মূলতবী সগীর মোস্তফা সগীর মোস্তফা ২৬/০২/১৫
২৭ বর্ণালী থিয়েটার প্রতিকী চাতক হাসান ইমাম ডালিম হাসান ইমাম ডালিম ২৭/০২/১৫
২৮ সঞ্চালক (মুন্সিগঞ্জ) টুল আলমগীর মাহমুদ আলমগীর মাহমুদ ২৮/০২/১৫