hm-mp

দৈনিকবার্তা-ঢাকা, ৮ ফেব্রুয়ারি: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি সংলাপের কথা বলে মানুষকে পুড়িয়ে মারতে সন্ত্রাসীদের উত্‍সাহিত না করতে দেশের বিশিষ্ট নাগরিকদের প্রতি আহবান জানিয়েছেন৷তিনি রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি-জামায়াতের অযৌক্তিক অবরোধ ও হরতালের নামে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার কক্ষে ‘জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে জাতীয় সংলাপে বিশিষ্ট নাগরিকদের উদ্যোগের প্রৰিতে ড. হাছান মাহমুদ বলেন, ‘দয়া করে, দেশের নিরীহ মানুষকে পেট্রলবোমা মেরে হত্যাকারীদের সাথে সংলাপের কথা বলে মানুষ হত্যা করতে আপনারা সন্ত্রাসীদের উত্‍সাহিত করবেন না৷

সংলাপের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা দেশের জনগণের সাথে সুর মিলিয়ে কথা বলুন৷ সন্ত্রাসীও জঙ্গীবাদীদের সাথে সংলাপের পরামর্শ দেবেন না৷হাছান বলেন, সারাদেশে কয়েকশ সন্ত্রাসী বোমাবাজ নামিয়ে মানুষ হত্যা করে কোন দাবী আদায় করা যায় না৷ কেননা কোন ডাকাত দল যদি এ কাজ করে তাহলে তাদের সাথে আলোচনা করা হয় না ৷ তাদের কঠোর হসত্মে দমন করা হয়৷

সংগঠনের উপদেষ্টা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি৷এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক হাসিবুর রহমান মানিক ও এম এ করিম প্রমুখ৷

পরিবেশ ও বন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেট্রলবোমা হামলাকারী সন্ত্রাসী বিএনপি-জামায়াতের সাথে কোন ধরনের আলোচনা হবে না বলে ঘোষনা করেছেন৷

দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসী পেট্রলবোমা হামলাকারীদের বিরম্নদ্ধে চরম ব্যবস্থা গ্রহন সরকারের কাছে সাধারণ মানুষের সময়ের দাবী৷

হাছান বলেন, বিএনপি-জামায়াত বিশ্বের নিষিদ্ধ সংগঠনগুলোর মত দেশের মানুষের সাথে আচারণ করছে৷ তাদের মতো তারা বোমা হামলার মাধ্যমে মানুষ হত্যা করে তাদের অবস্থান জানান দেয়৷

তিনি বলেন, হামলা চালানোর সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের হতে ধরা পড়া সকল সন্ত্রাসীরা বিএনপি-জামায়াতে নেতা-কমর্ী৷ এ সকল হামলার পরিকল্পনাকারী, অর্থ যোগানদাতারাও বিএনপি-জামায়াতের নেতা-কর্মী বলে আটক হওয়া সন্ত্রাসীরা আইন-শৃঙ্খলা রৰাকারী বাহিনীর সদস্যদের কাছে স্বীকার করেছে৷

ড. হাছান বলেন, বিএনপি-জামায়াতের হরতাল শুধু রাজধানীবাসী নয়, সারাদেশের মানুষ ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে৷