দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ৮ ফেব্রুয়ারি: সন্ত্রাস নৈরাজ্য ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে ১৪ দল।আজ রোববার দুপুর ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, কৃষক লীগ, কৃষক লীগ মুক্তিযোদ্ধা লীগ, সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেয়।
এসময় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী, সাবেক সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপি-জামায়াতের সহিংসতায় নিহত হয়েছে শিশুসহ ৮৭ জন, পেট্রোল বোমায় দগ্ধ হয়েছে ২০০ জন, রেলে নাশকতা হয়েছে ১০ বার এবং ১ হাজার গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দ্রুত এই সহিংসতা বন্ধ করতে বিএনপি-জামায়াতকে আহ্বান জানান।