thakurgaon-map-3

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ৮ ফেব্রুয়ারি: ঠাকুরগাঁও সদর উপজেলার টাঙ্গন নদীর ব্রীজ এর অভিমুখে রাস্তার দুই পার্শ্বের গোবিন্দ নগর মৌজার সরকারি জমি নি¤œ আয়ের মানুষেরা বসবাস করে আসছে। বর্তমানে এসব জমি এখন অনেকটাই প্রভাবশালীদের দখলে এবং মোটা অংকের টাকার বিনিময়ে এসব খাস জমি বিক্রি করছে। সরেজমিন গিয়ে দেখা গেছে, কিছু ব্যক্তি প্রভাব খাটিয়ে এসব জমি দখল করে প্লট আকারে বিক্রি করছে। সর্বনি¤œ ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকারও অধিক দামে বিক্রি করা হচ্ছে বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, তিনি আব্দুল বারেক এর নিকট উপযুক্ত মুল্যে পজিশন ক্রয় করেছেন। আরো ৭/৮ জন তার কাছে প্লট ক্রয় করেছেন ।

একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, এখানকার স্থানীয় পরে দখলদার মালিকরা জমি দখল করে বর্তমানে অধিক মুল্যে বিক্রি করছে। এভাবে সরকারি জমি ভুমিদস্যুরা দখল করে অবৈধভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে । আর এতে প্রতারিত হচ্ছে সাধারন নি¤œ আয়ের মানুষেরা। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন স্থানীয় সাধারন জনগন। ঘটনার সত্যতা স্বীকার করে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর আলম প্রধান জানান, বর্তমানে সরকারের রাজস্ব আয় কম হচ্ছে। তবে বেদখল হয়ে যাওয়া খাস জমি আমাদের যখন প্রয়োজন তখন আমরা আমাদের দখলে নিয়ে আসি।