দৈনিকবার্তা-ঢাকা, ৮ ফেব্রুয়ারি: ভারতের কলকাতাস্থ ওহফধরহ ঐধঢ়ঢ়বহরহমং শীর্ষক সংগঠনের উদ্যোগে আগামী ১৩-১৭ ফেব্রুয়ারি ২০১৫ পর্যন্ত আয়োজিত রবীন্দ্র উৎসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক ‘তোতা কাহিনী’ ভারতে মঞ্চায়নের উদ্দেশ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ১৭(সতেরো) সদস্য বিশিষ্ট সংস্কৃতিক দল আগামী ১৩ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবে।
উৎসবে নাটকটি কলকাতায় ১৪ এবং শান্তিনিকেতনে ১৭ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মঞ্চায়নের বিষয়টি আয়োজক সংস্থা কর্তৃক ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। নাটকটির মূল গল্প: রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যায়ন ও নির্দেশনা: ড. ইউসুফ হাসান অর্ক।এ লক্ষে আগামীকাল ০৯ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ৬.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে ‘তোতা কাহিনী’ নাটকটি মঞ্চস্থ হবে।