OLYMPUS DIGITAL CAMERA

দৈনিকবার্তা-গাজীপুর, ৮ ফেব্রুয়ারি: গাজীপুরে বেআইনী ভাবে অশ্লীল চলচ্চিত্র প্রদর্শণের কারণে দু’সিনেমা হলের দুই কর্মচারীকে এক বছর করে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় সিনেমা হল দু’টি সিলগালা করেছে আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসা. রেবেকা সুলতানা রবিবার বিকালে ওই দন্ডাদেশ দেন।নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসা. রেবেকা সুলতানা জানান, গাজীপুর মহানগরের ঝুমুর ও নন্দিতা সিনেমা হলে রবিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এসময় অশ্লীল চলচ্চিত্র প্রদর্শণ কালে জয়দেবপুর বাস টার্মিনাল এলাকার ঝুমুর সিনেমা হলের ম্যানেজার হযরত আলী (৫৪) ও বিআইডিসি বাজার এলাকার নন্দিতা সিনেমা হলের অপারেটর আল আসিফকে (২৭) হাতেনাতে আটক করা হয়। অভিযানকালে ওই সিনেমা হল দু’টি হতে বিপুল পরিমান অশ্লীল পোষ্টার, ছবির রিল ও সিডিসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। পরে আদালত বেআইনী চলচ্চিত্রের সেন্সরশীপ আইন ১৯৬৩ অনুযায়ী আটক ওই দু’জনের প্রত্যেককে এক বছর বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো এক মাস করে কারাদন্ডাদেশ দেন। এসময় ওই সিনেমা হল দু’টি তালাবদ্ধ করে সিলগালা করে দেয়া হয়।