শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

দৈনিকবার্তা-ঢাকা, ৭ ফেব্রুয়ারি: বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষাও নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে৷
শিক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবদ-দ্বীন বলেন, দ্বিতীয় দিনের এসএসসি পরীক্ষাও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে৷শনিবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুল, মুসলিম উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বলে জানান তিনি৷
মন্ত্রী বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে দেখেছেন, সন্তোষজনক পরিবেশেই পরীক্ষা হচ্ছে৷ সারাদেশের পরীক্ষাও নির্বিঘ্নে হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন৷হরতালে এসএসসির দ্বিতীয় দিন অর্থাত্ ৪ ফেব্রুয়ারির যে পরীক্ষা পিছিয়ে যায় শনিবার সেগুলো অনুষ্ঠিত হয়েছে৷এদিন এসএসসিতে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়েছে৷
এাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে হাদিস শরিফ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে সকালে ইংরেজি-২ (১৯২২) এবং বিকালে ইংরেজি-২ (৮১২২) বিষয়ের পরীক্ষায় বসেন শিক্ষার্থীরা৷
মাধ্যমিক পর্যায়ের সমাপনী পরীক্ষায় এবার ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন৷কুতুবদ-দ্বীন বলেন, পরীক্ষার সময় হরতাল না দিতে ২০ দলীয় জোটের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷
বিএনপি নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হওয়ার আশাবাদ জানিয়ে নাহিদ বলেন, হরতাল নিয়ে পরীক্ষার্থীদের আর অসুবিধা হৃষ্টি করবেন না৷
শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের শঙ্কা, উদ্বেগ-উত্কন্ঠার মধ্যে হরতালে দুই দফা পেছানোর পর অবরোধের মধ্যেই শুক্রবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা৷হরতালের কারণে প্রথম দুই দিনের পরীক্ষা পিছিয়ে যাওয়ায় সাপ্তাহিক ছুটির দুই দিন পরপর পরীক্ষায় বসতে হলো শিক্ষার্থীদের৷
গত ৫ জানুয়ারি থেকে দেশব্যাপী বিএনপির লাগাতার অবরোধের ফাঁকে ফাঁকেই হরতাল থাকছে৷ শিক্ষা মন্ত্রণালয় অবরোধের মধ্যে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়ে বলেছে, হরতালের দিন নিরাপত্তার কথা বিবেচনা করে পরীক্ষা নেওয়া হবে না৷এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা সারাদেশে শানত্মিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে৷বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে এবার দু’দফায় পেছানো হয় এসএসসি ও সমমানের পরীক্ষা৷ তারপরও জোটের ডাকা টানা অবরোধের মাঝেই গতকাল থেকে শুরম্ন হয়েছে এ পরীক্ষা৷ শনিবার দেশব্যাপী দ্বিতীয় দিনের এসএসসি পরীৰাও শানত্মিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে৷ গত ৪ ফেব্রম্নয়ারির পরীৰাটি আজ অনুষ্ঠিত হয়৷চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অফিস এবং বিভিন্ন জেলার সংবাদদাতারা জানিয়েছেন, দেশের সকল কেন্দ্রে শানত্মিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ পরীক্ষা চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷
তবে বিএনপি ও জামায়াত-শিবিরের পেট্রোল বোমা, অবরোধ ও নাশকতার কারণে পরীৰার্থী ও অভিভাবদের মাঝে এক ধরণের চাপা আতঙ্ক পরিলক্ষিত হয়৷অভিভাবকগণ বাসসকে জানান, হরতাল, অবরোধের কারণে বারবার পরীক্ষা পিছিয়ে যাচ্ছে৷ রোববার থেকে আবার তিন দিনের হরতাল ডেকেছে বিএনপি জোট৷ এতে করে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের আবারও বেগ পেতে হবে৷ তারা বলেন, দেশের চলমান সহিংস পরিস্থিতির মধ্যে সনত্মানদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসার বেলায় সবসময়ই আতঙ্কে থাকতে হচ্ছে৷ কখন নাশকতার সম্মুখীন হতে হয়, সে চিনত্মায় থাকতে হয় সর্বক্ষণ৷
এসব প্রতিবেদনে বলা হয়, নাশকতা এড়াতে বিভিন্ন জেলা ও উপজেলার পরীক্ষা কেন্দ্র এবং আশপাশের এলাকায় পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোর একাধিক দল সার্বৰণিক টহলরত ছিল৷চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ৫টি জেলায় দ্বিতীয় দিনের পরীৰা নকলমুক্ত পরিবেশে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে৷
বরিশাল: বরিশাল শিৰা বোর্ডের অধীনেও আজ দ্বিতীয় দিনের পরীক্ষা শানত্মিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে৷
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের্র চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক জানান, পরীক্ষা যথা সময়ে শুরম্ন হয়েছে এবং শিক্ষার্থীরা উত্কন্ঠাবিহীনভাবে নির্বিঘ্নে পরীৰা দিয়েছে৷ ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা৷
রাঙ্গামাটি সংবাদদাতা জানান, রাঙ্গামাটিতেও দ্বিতীয় দিনের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শানত্মিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে৷ আজ সকালে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোসত্মফা জামান রাঙ্গামাটি সরকারী উচচ্ বিদ্যালয় কেন্দ্র ও রাঙ্গামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন৷ এ সময় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম খীসা ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রধান শিক্ষক সরত্ চাকমা সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন৷বাগেরহাট সংবাদদাতা জানান, ২য় দিনের পরীক্ষার পুরো সময় প্রতিটি কেন্দ্রের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা গেছে৷ বাগেরহাটের ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি না করার জন্য বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানান৷