দৈনিকবার্তা- ঢাকা, ৭ ফেব্রুয়ারি: ইরাকের রাজধানী বাগদাদে গত এক বছর ধরে বলবত্ থাকা কারফিউ তুলে নেয়ার কয়েক ঘন্টা আগে শনিবার একটি রেসত্মোরাঁয় এক আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হয়েছে৷নিরাপত্তা ও মেডিকেল কর্মকর্তারা এ তথ্য জানান৷
কর্মকর্তারা জানান, বাগদাদের পূর্বাঞ্চলীয় বাগদাদ জাদিদা এলাকায় সকাল বেলা চালানো এ হামলায় আরো ৩০ জন লোক আহত হয়েছে৷ তাত্ৰণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি৷ তবে ইসলামিক স্টেট জিহাদি গ্রম্নপসহ সুনি্ন উগ্রপন্থীরাই এ ধরনের আত্মঘাতী বোমা হামলা চালিয়ে থাকে৷
শুক্রবার বাগদাদের মধ্যরাত থেকে গত এক বছর ধরে চলমান রাত্রকালীন কারফিউ তুলে নেয়া হচ্ছে৷ এ অবস্থায় এ হামলা ইরাকে অব্যাহত সহিংসতার বিপদকে আবারো সামনে নিয়ে এসেছে৷বাগদাদে কারফিউ জারির লক্ষ্য ছিল রাতের বেলা চলাফেরা সীমিত করার মাধ্যমে সহিংসতা কমানো৷ তবে এটি ঘন ঘন বোমা হামলা রোধে কার্যকর হয়নি৷ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এ সপ্তাহের শুরম্নতে কারফিউ তুলে নেয়ার কথা ঘোষণা করেন৷আবাদির মুখপাত্র বলেন, দেশে যুদ্ধাবস্থা বিরাজমান থাকা সত্ত্বেও যতটা সম্ভব স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে এ সিদ্ধানত্ম নেয়া হয়েছে৷