দৈনিকবার্তা-খুলনা, ৭ ফেব্রুয়ারি: বিএনপি-জামায়াতের দেশব্যাপী পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, ভাংচুর, লুটপাট, অগি্নসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে এবং নাশকতাকারীদের গ্রেফতারসহ দৃষ্টানত্মমূলক শাসত্মির দাবিতে খুলনা প্রেস ক্লাবে দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করেছে খুলনার ১৪দল৷এসময়ে লিখিত বক্তরা ১৪দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীণ মহাজোট সরকার যখন শানত্মিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দেশকে উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলো, ঠিক তখনই পাকিসত্মান ও আইএস’র দোসর বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে দেশব্যাপী হত্যা, অগি্নসংযোগ, ভাংচুর আর নৈরাজ্য সৃষ্টি করার অপতত্পরতায় লিপ্ত হয়েছে৷ যা অনেকটা পায়ে পড়ে ঝগড়া করার মত৷ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আজ দেশে প্রবৃদ্ধির হার প্রায় ৭ শতাংশে ছুই ছুই করছে বলে তিনি জানান৷
শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন খাতে সরকার ব্যাপক উন্নতি অর্জন করে চলেছে৷ দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন আর্থিক সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে৷ কৃষিখাতে বর্তমান সরকার স্বয়ং সম্পূর্ণ৷ আমরা এখন চাল বিদেশে রপ্তানী করছি৷ ২০২১ সালের মধ্যে বর্তমান সরকার ঘোষিত বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপানত্মর করার পরিকল্পনা ও উন্নয়ন এখন দৃশ্যমান৷ এটা শুধু একটি দক্ষ ও অভিজ্ঞ সরকারের দ্বারাই সম্ভব বলে তিনি দাবি করেন৷ দেশের এতসব উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতের গাত্রদাহ শুরম্ন হয়েছে৷ তারা এসএসসি পরীৰার্থীদেরও কোন ছাড় দিচ্ছেনা৷ ‘৭১-এর মত বাংলাদেশকে মেধা শুন্য জাতি হিসেবে বিশ্বে দাড় করানোর পরিকল্পনা নিয়ে এই ধ্বংস যজ্ঞ শুরম্ন করেছে৷ এর থেকে জাতিকে মুক্ত করার লৰ্যে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করার আহবান জানান তিনি৷
এসময়ে উপস্থিত ছিলেন, মহানগর জাসদের সভাপতি রফিকুল ইসলাম খোকন, ন্যাপের সভাপতি ফজলুর রহমান, সাম্যবাদী দলের এফএম ইকবাল, ওর্য়াকার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. মিনা মিজানুর রহমান, মহানগর জাসদের সাধারণ সম্পাদক মোঃ খালিদ হোসেন, মহানগর ন্যাপের সাধারণ সম্পাদক তপন কুমার রায়, আওয়ামী লীগ নেতা সরদার রজব আলী, এমডিএ বাবুল রানা, জাতীয় পার্টি (জেপি) শরীফ শফিকুল আলম চন্দন, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, এ্যাড. অলোকা নন্দা দাস, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মোঃ শাহাজাদা, এ্যাড. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, ফকির সাইফুল ইসলাম, ওর্য়াকার্স পার্টির দেলোয়ার উদ্দিন দিলু, ফারম্নকুল ইসলাম, জাকের পার্টির গোলাম নবী মাসুম, ফেরদৌস হোসেন লাবু, মহাসিনুর রহমান আফরোজ, ফয়েজুল ইসলাম টিটো, রনজিত কুমার ঘোষ, শেখ মোশাররফ হোসেন, হাফেজ মোঃ শামীম, গোলাম মোসত্মফা, শফিকুর রহমান পলাশ, আবুল হোসেন, এ্যাড. তমাল কানত্মি ঘোষ, আসাদুজ্জামান রাসেল, হোসেনুজ্জামান হোসেনসহ বিভিন্ন সত্মরের নেতৃবৃন্দ৷
সংবাদ সম্মেলনে ১৪দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আজ রবিবার বিকাল ৩টায় ১৪দলের নেতৃত্বে নগরীর পিকচার প্যালেস মোড়ে এবং খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা স্ব স্ব থানায় মানববন্ধন কর্মসূচির ঘোষনা দেন৷ এ কর্মসূচিতে ১৪ দলের নেতাকর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষকে অংশ গ্রহনের আহবান জানান৷