দৈনিকবার্তা- ঢাকা, ৬ ফেব্রুয়ারি: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নতুন দল পেয়েছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলবেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
৫০ হাজার ডলারে তিন ধরণের ক্রিকেটেই আইসিসি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিবকে পেয়েছে সেন্ট লুসিয়া। দলে তার সঙ্গী ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি, নিউ জিল্যান্ডের রস টেইলর, ইংল্যান্ডের কেভিন পিটারসেনের মতো তারকা ক্রিকেটাররা। এই মৌসুমে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সিপিএলে খেলবেন সাকিব।
২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন সাকিব। বিসিবির নিষেধাজ্ঞায় পরের আসরে খেলা হয়নি তার। সেবারও বার্বাডোজের হয়েই খেলার কথা ছিল তার। অ্যান্টিগা হকসবিলসের বদলে এবার এসেছে নতুন ফ্র্যাঞ্চাইজি সেন্ট কিটস ও নেভিস। এই দলেল হয়ে খেলবেন শহীদ আফ্রিদি, মারলন স্যামুয়েলসরা।সর্বোচ্চ দেড় লাখ ডলার করে পেয়েছেন আফ্রিদি, স্যামি, সুনিল নারাইন, কাইরন পোলার্ড, ক্রিস গেইল ও ডোয়াইন ব্র্যাভো।