shibir.logo_

দৈনিকবার্তা- ঢাকা, ৬ ফেব্রুয়ারি: আগামী ৮ ফেব্র“য়ারি রোববার সারাদেশে সকাল সন্ধ্যা-হরতাল ডেকেছে ছাত্রশিবির। নির্বিচারে নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, বাড়িঘর ভাঙচুর, গণগ্রেফতার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ তুলে এসব বন্ধের দাবিতে এ হরতাল ডেকেছে জামায়াতের ছাত্রসংগঠনটি। শুক্রবার এক বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি আতিকুর রহমান এই হরতালের ডাক দেন। রোববার হরতাল পালনের আগে শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে বিবৃতিতে। সংগঠনের কেন্দ্রীয় টওচার সম্পাদক মনির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের তথ্য সম্পাদক শাহাবুদ্দিন ওরফে মুহিরকে হত্যার প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায় রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতালের ঘোষণার মধ্যেই রোববার দেশব্যাপী এ হরতালের ডাক এলো।বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, ছাত্র-জনতার মুক্তির আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে নৃশংসতা ও অমানবিকতার পথ বেছে নিয়েছে অবৈধ সরকার। আন্দোলন শুরু হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিয়ে নেতা-কর্মীদের বাসা থেকে ধরে নিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করা হচ্ছে। অনেককে গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, চলমান আন্দোলনে এক মাসে চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, রাজশাহী ও কুমিল্লায় ছাত্রশিবিরের সাতজন নেতা-কর্মীকে গুলি করে হত্যা করা হয়। এবং শতাধিক নেতা-কর্মীকে ধরে নিয়ে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করেছে রাষ্ট্রীয় বাহিনী। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে দুজন নেতা-কর্মীকে হত্যা ও ১৪ জনকে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়েছে। চলছে নির্বিচারে গণগ্রেপ্তার।নির্বিচারে নেতা-কর্মীদের হত্যা, গুম, গুলি, বাড়িঘর ভাঙচুর ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবিতে সংগঠনটি হরতালের ডাক দেয়।

তবে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী বিভাগের আট জেলায় আগামী রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি দেয় ইসলামী ছাত্রশিবির। বিকেলের দিকে আবার সারাদেশেই হরতাল ঘোষণা করা হয়।চলমান আন্দোলনে এক মাসে চট্টগ্রামে দুই, চাঁপাইনবাবগঞ্জে দুই, ঢাকায় এক, রাজশাহীতে এক ও কুমিল্লায় একজনসহ ছাত্রশিবিরের সাত নেতাকর্মীকে গুলি করে হত্যা ও শতাধিক নেতাকর্মীকে ধরে নিয়ে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করেছে রাষ্ট্রীয় বাহিনী। শুধু গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ২ নেতাকর্মীকে হত্যা ও ১৪ জনকে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়েছে। তারা বলেন, আমাদের হরতাল হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু সরকার যদি বাধা দেয়, তাহলে যে কোনো পরিস্থিতির দায় তাদের ওপরই বর্তাবে।

এ আগে রাজশাহীতে পুলিশের গুলিতে ইসলামী ছাত্রশিবিরের নেতা নিহত হওয়ার প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায় আগামী রোববার সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে সংগঠনটি। এ ছাড়া শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।শুক্রবার দুপুরে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেন।এ কর্মসূচি ঘোষণার পর নগরের নিউমার্কেটের সামনে থেকে মিছিল বের করে শিবির। এরপর উপহার সিনেমা হলের সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, পুলিশ পৌঁছানোর আগেই ঝটিকা মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে শিবির-কর্মীরা পালিয়ে যান। পরে পুলিশ ওই এলাকা থেকে শিবির সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী নগরের মতিহার থানার কাটাখালী শমসাদিপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তথ্যবিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন (২২)। পুলিশের দাবি, পুলিশের টহল গাড়িতে বোমা হামলা চালানোর সময় গুলিতে নিহত হয়েছেন শাহাবুদ্দিন। হাতবোমার আঘাতে পুলিশের একজন কনস্টেবল ও গুলিবিদ্ধ হয়ে ছাত্রশিবিরের দুই নেতা আহত হয়েছেন। আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।