presidents of china, japan & korea

দৈনিকবার্তা- ঢাকা, ৬ ফেব্রুয়ারি : জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা গত তিন বছরের মধ্যে এই প্রথমবারের মতো আগামী মাসে বৈঠকে বসতে যাচ্ছেন। পূর্ব এশিয়ায় উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে একে একটি লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার সংবাদ মাধ্যমের খবরে একথা বলা হয়।

তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলে ২০১২ সালের পর থেকে এ ধরণের উচ্চ পর্যায়ের এটি হবে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক।ইয়োমিউরি শিম্বুনের খবরে বলা হয়, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউন বিউং-সি মার্চ মাসের শেষের দিকে সিউলে বৈঠকে বসবেন।দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ একই ধরণের বৈঠকের খবর জানিয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে জাপানের চীফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহাইদ সুগা এ বৈঠকের খবর নিশ্চিত করে বলেন, কূটনীতিকরা বৈঠকের তারিখ ও স্থান সমন্বয় করছেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

গত নভেম্বরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরামের সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের করমদনের মধ্যদিয়ে সম্পর্কের বরফ গলার পর এ বৈঠকের খবর আসলো।উল্লেখ্য, পূর্ব চীন সাগরে বসতিহীন দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে জাপান ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।ইয়োমিউরি জানায়, পরিকল্পিত এ বৈঠকে অর্থনীতি, জ্বালানি, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি মোকাবেলায় ছয় জাতি আলোচনা ও সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে।