Thakurgaon SSC Examination Pic_2

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ৬ ফেব্রুয়ারি: হরতাল-অবরোধের বোঝা মাথায় নিয়ে ঠাকুরগাঁওয়ে শুরু হলো এসএসসি পরীক্ষা।আজ শুক্রবার সকাল ৯টায় দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহম্মেদ হোসেন, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য, এ বছর ঠাকুরগাঁও এসএসসি, দাখিল (সমমান) ও কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ৩৭টি কেন্দ্রে ১৭ হাজার ৮শ ৩১জন পরীক্ষার্থী অংশ নেয়।এ দিকে জেলায় যে কোন ধরনের নাশকতা এড়াতে প্রতিটি পরীক্ষা কেন্দ্র সহ শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও ৮ প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে। এছাড়াও জেলা প্রশাসকের পক্ষ থেকে গঠন করা হয়েছে ভিজিলেন্স টিম।