দৈনিকবার্তা-লালমনিরহাট, ৫ ফেব্রুয়ারি: লালমনিরহাটের হাতীবান্ধায় রেস্টুরেন্টের চুলা বিস্ফোরণে আগুনে দগ্ধ দুই হোটেল শ্রমিক অবশেষে বুধবার মধ্যরাতে চিকিত্সাধীন অবস্থায় রংপুর বার্ণ ইউনিটে মারা গেছে ৷নিহতরা হলেন দইখাওয়া গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র সুরুজ্জল(৩৪) ও এইক গ্রামের স্বর্গীয় হেমনত্ম বর্মনরে পুত্র তপন বর্মণ(৩০) ৷ তারা দুজন পিপাসা রেস্টুরেন্টের কর্মচারী বলে জানা গেছে৷ গোতামারী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷
প্রসঙ্গত গত শুক্রবার রাতে উপজেলার দইখাওয়া হাটের পিপাসা রেস্টুরেন্টের কর্মচারী সুরম্নজ্জল ও তপন বর্মণ প্রতিদিনের ন্যায় কেরোসিনের চুলায় পরাটা তৈরী করছিল৷ এসময় হঠাত্কারেই ওই চুলাটির বিস্ফোরন হলে মুহুর্তে সেই আগুনে রস্টুরেন্টের দুইজন কর্মচারী সুরুজ্জল ও তপন বর্মণ আগুনে ঝলছে যায় ও অতি দ্রম্নত আগুন দোকনে ছড়িয়ে পড়ে ৷ এক এক করে মোট সাতটি দোকানে আগুন লাগে ও দোকানগুলোতে আগুন পুড়ে যায়৷ স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে যায় ৷স্বাস্থ্য কমপ্লেঙ্ েকর্মরত চিকিত্ক প্রাথমিক চিকিত্সা দিয়ে তাদের আশংকাজনক অবস্থায় রংপর মেডিকেল কলেজে প্রেরণ করে ৷