দৈনিকবার্তা-ঢাকা, ৫ ফেব্রুয়ারি: হরতাল-অবরোধের কারণে হজে যেতে আগ্রহীরা নিবন্ধনে জটিলতায় পড়ায় সময় বাড়িয়েছে সরকার৷ হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধি করেছে সরকার৷ আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত হজযাত্রীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন৷বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান৷সরকারের আগের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা ছিল৷
বিএনপি জোটের অবরোধ-হরতালের কারণে হজযাত্রীরা সময় মতো নিবন্ধন করতে না পারায় সময় বাড়ানো হয় বলে জানান ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা৷নিবন্ধনের সময় বাড়লেও এর আগে হজযাত্রীর কোটা পূরণ হলে বর্ধিত মেয়াদ কার্যকর হবে না বলে জানিয়েছেন ধর্মসচিব৷ সৌদি সরকারের ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনার কারণে এবার আগে থেকেই হজের টাকা জমা নেওয়া হচ্ছে৷
গত বছরের ৮ ডিসেম্বর হজ প্যাকেজ-২০১৫ অনুমোদন দেয় মন্ত্রিসভা৷ মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ৩৩১ টাকা দিয়ে নিবন্ধন করা যাবে৷ প্যাকেজের বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে৷সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা খরচ ধরা হয়৷ আর সাশ্রয়ী প্যাকেজ-২ এর মাধ্যমে খরচ পড়বে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা৷
বাংলাদেশ থেকে এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন৷ এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজে যেতে পারবেন৷
ধর্মসচিব বলেন, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হলেও এর আগেই হজযাত্রীর কোটা পূরণ হয়ে গেলে বর্ধিত পুরো মেয়াদ কার্যকর হবে না৷
সরকারি- বেসরকারি ব্যবস্থাপনায় এবার বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ করতে পারবেন৷এর মধ্যে সরকারিভাবে ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজের সুযোগ পাবেন৷সরকারি ব্যবস্থাপনায় এবার হজযাত্রীদের পাঠানো হচ্ছে দুটি প্যাকেজের আওতায়, যাগত ৮ ডিসেম্বর মন্ত্রিসভা অনুমোদন করে৷এর মধ্যে প্যাকেজ-১ এর আওতায় ব্যয় হবে ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা৷ আর প্যাকেজ-২ এ খরচ পড়বে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা৷
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ৩৩১ টাকা দিয়ে নিবন্ধন করা যাবে৷ বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে৷চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ জিলহ্জ) হজ হতে পারে৷