150205034656

দৈনিকবার্তা-ঢাকা, ৫ ফেব্রুয়ারি: রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন৷ নিহতের নাম-পরিচয় জানা যায়নি৷ তার বয়স আনুমানিক ২৩ বছর বলে কর্মকর্তারা জানিয়েছেন৷ মিরপুর থানার শিক্ষানবিশ উপপরিদর্শক মাসুদ রাবি্ব সবুজ জানান, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে মিরপুরের পূর্ব মনিপুর এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়৷

তিনি বলেন, পুলিশের একটি টহল দল ওই এলাকায় গেলে গাড়ি লক্ষ্য করে ককটেল মারা হয়৷ পুলিশ সদস্যরা গাড়ি থেকে নেমে এগিয়ে গেলে গুলি ছোড়ে দুবর্ৃত্তরা৷ এ সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশ৷ এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখা যায়৷

ওই যুবককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিত্‍সকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান শিক্ষানবিশ পুলিশ কর্মকর্তা সবুজ৷নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে৷ আগের দিন রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হন, যারা অবরোধে নাশকতায় জড়িত বলে কর্মকর্তারা বলছেন৷ওই দুজনেরও পরিচয় জানা যায়নি৷ ঢাকা মেডিকেলে তাদের লাশ আনার পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো কেউ তাদের খোঁজে আসেনি৷