দৈনিকবার্তা-বগুড়া, ৫ ফেব্রুয়ারি: বগুড়া বাইপাস সড়কের বেলাইল (তেলিরপুকুর সনি্নকটে) এলাকায় দুবর্ৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় সহিদুল ইসলাম (৩০) নামে এক পান ব্যবসায়ী ও চালক পলাশ (৪০) নিহত ও পান ব্যবসায়ী মামুন (৪৮) দগ্ধ হয়েছে৷ এসময় রাসত্মার পাশে মটর ওয়ার্কসপে দাড়িয়ে থাকা ২টি বাস পুড়ে যায়৷ দগ্ধ মামুনকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে৷ এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ট্রাকে অগি্নসংযোগসহ হত্যা মামলার আসামী শিবির নেতা রোটনসহ ১৫ জামায়াত শিবির নেতাকর্মীকে আটক করেছে৷
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে পানবোঝাই দিয়ে একটি ট্রাক দিনাজপুরের নবাবগঞ্জে যাচ্ছিল৷ ভোর পৌনে ৫টার দিকে তিন মাথা রেলগেটের অদুরে ছোট বেলাইলের একটি পেট্রোল সামনে দুবর্ৃত্তরা ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিৰেপ করে৷ এতে ট্রাকটিতে আগুন ধরে গেলে চালক নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি ওয়ার্কসপে ঢুকে যায়৷ এ সময় ওয়ার্কসপে থাকা ২টি বাসে ধাক্কা লাগলে বাস ২টিতেও আগুন ধরে যায়৷ আগুনে ট্রাক সহ ২টি বাসই পুড়ে যায়৷ ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে৷ স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে নেয়ার পর পান ব্যবসায়ী সহিদুল মারা যায়৷ ট্রাক চালক পলাশ ও পান ব্যবসায়ী মামুনতে হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে চিকিত্সাধীন চালক পলাশকে ঢাকায় স্থানানত্মর করার আগ মূহুর্তে মারা যায়৷
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানিয়েছেন, ভোর রাতে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় পান ব্যবসায়ী সহিদুল ইসলাম এবং চালক পলাশ চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে৷ এ ঘটনায় অপর পান ব্যবসায়ী মামুন গুরম্নতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে৷ দগ্ধ পান ব্যবসায়ী মামুনকে ঢাকায় প্রেরন করা হয়েছে৷ নিহত পান ব্যবসায়ী সহিদুল সরকার বগুড়ার শিবগঞ্জের বনতেঘরী গ্রামের আফজাল সরকারের পুত্র৷ পলাশ ঝিনাইদহ জেলার শৈলকপা উপজেলার শেখ পাড়া গ্রামের বাসিন্দা৷ অগি্নদগ্ধ মামুন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গাজীপুর কৃষ্ট জীবনপুর গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে৷
ওই ঘটনার পর পরেই অভিযান চালিয়ে ট্রাকে অগি্নসংযোগ ও হত্যা মামলার আসামী শিবির নেতা রোটন মিয়া সহ ১৫জন জামায়াত শিবির নেতাকর্মীকে আটক করেছে৷ ঘটনার জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে৷ মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে৷