nazim nizam_216064

দৈনিকবার্তা-ঢাকা, ৫ ফেব্রুয়ারি: পল্টন থানায় দায়ের হওয়া গাড়ি ভাঙচুরের একটি মামলায় বিএনপি দলীয় সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান ও নাজিমউদ্দিন আহমেদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের দুজনকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

বুধবার দুপুর ২টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি থেকে বের হওয়ার সময় মতিঝিল থানা পুলিশ তাদের দুজনকেত আটক করে। খালেদা জিয়ার নির্দেশে আশরাফ উদ্দিন নিজান এবং নিজাম উদ্দিন আহমেদ কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে গিয়েছিলেন।এর আগে সাবেক ওই দুই সংসদ সদস্যকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে দশ দিন করে রিমান্ডের আবেদন জানায় গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি’র ইন্সপেক্টর দেওয়ান উজ্জ্বল হোসেন পল্টন থানার পুলিশ সার্জেন্ট তন্ময় সিকদার হত্যাচেষ্টা মামলায় (নং: ৬(১)/১৫) তাদেরকে গ্রেফতার দেখিয়ে (শ্যোন অ্যারেস্ট) দশদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানান।

গত ৬ জানুয়ারি দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ৫ জানুয়ারি দুপুরে পল্টন টাওয়ারের সামনে পুলিশ সার্জেন্ট তন্ময় সিকদারের মোটরসাইকেলের গতিরোধ করে বিশ দলীয় জোটের নেতাকর্মীরা। এরপর তাকে মারধর, মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ এবং হত্যার উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করা হয়। বুধবার দুপুরে মতিঝিলে কাদের সিদ্দিকীর সঙ্গে দেখা করার সময় আশরাফ উদ্দীন নিজান ও নাজিম উদ্দীন আহমেদকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল।