বিশ্বকাপের

দৈনিকবার্তা-ঢাকা, ৫ ফেব্রুয়ারি: বিশ্বকাপের আগে দ্বিতীয় আনঅফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচও হারলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে এবার ৬ উইকেটে হারলো টাইগাররা। একই দলের কাছে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে ৫ উইকেটে হেরেছিলো মাশরাফি-সাকিবরা। কুইন্সল্যান্ডের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। দ্রুতই টপ-অর্ডার তিন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরেন। সৌম্য সরকার ১৫, এনামুল হক ২ ও মুমিনুল হক ১৩ রান করে ফিরেন। টপ-অর্ডারের মত ব্যর্থ দলের মিডল-অর্ডারও। এ ম্যাচের অধিনায়ক সাকিব আল হাসান ২ ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম ৮ রান করে আউট হন। ফলে এক পর্যায়ে ৫ উইকেটে ৫৭ রানে পরিণত হয় বাংলাদেশ।

সেখান থেকে দলকে ভালো অবস্থায় নিয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান। ষষ্ঠ উইকেটে এই জুটি যোগ করেন ৬৪ রান। ভালোই এগিয়ে যাচিছলেন দু’জনে। কিন্তু ২৭তম ওভারের শেষ দুই বলে প্যাভিলিয়নে ফিরেন সাব্বির ও মাহমুদুল্লাহ। সাব্বির ৩৩ ও মাহমুদুল্লাহ ৩৬ রানে থামেন।তারপরও শেষদিকে নাসির হোসেনর মারমুখী ব্যাটিং-এ সম্মানজনক স্কোরে পৌছায় বাংলাদেশ। আট নম্বরে ক্রিজে গিয়ে ৭টি বাউন্ডারিতে ৫৬ বলে ৫২ রান করেন নাসির। তারপরও ৪১ বল হাতে রেখে ১৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের অধিনায়ক টার্নার ৩০ রানে ৪ উইকেট শিকার করেন।

জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৭ বল বাকী রেখেই জয় ছুঁয়ে ফেলে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। মূলত টার্নারের অপরাজিত ৭১ রান সহজ জয়ের স্বাদ দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশকে। বিশ্বকাপের আগে নিজেকে পরখ করে নিতে এ ম্যাচে খেলেছেন ইনজুরিমুক্ত অসি জাতীয় দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক। ওপেনার হিসেবে খেলে ৩৬ বলে ৩৪ রান করেন তিনি। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন আল-আমিন, সৌম্য সরকার, সাব্বির রহমান ও মাহমুদুল্লাহ।বিশ্বকাপের আগে অফিসিয়ালি দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯ ফেব্র“য়ারী পাকিস্তানের বিপক্ষে এবং ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর :বাংলাদেশ : ১৯৩/১০, ৪৩.১ ওভার (নাসির হোসেন ৫২, মাহমুদুল্লাহ রিয়াদ ৩৬, সাব্বির রহমান ৩৩, টার্নার ৪/৩০)।ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ : ১৯৪/৪, ৪১.৫ ওভার (টার্নার ৭১*, ক্লার্ক ৩৪, মাহমুদুল্লাহ রিয়াদ ১৪/১, সাব্বির রহমান ১/২১, সৌম্য সরকার ১/২৩, আল-আমিন ১/৪৬)।ফল : ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৬ উইকেটে জয়ী।