আমির-হোসেন-আমু

দৈনিকবার্তা-ঢাকা, ৫ ফেব্রুয়ারি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত পেট্রোলবোমা ও গান-পাউডারের পিছনের আর্থিক যোগানের উৎস আইনশৃংখলা বাহিনী চিহ্নিত করেছে। তিনি বলেন, সন্ত্রাস ও নাশকতা বন্ধে পেট্রোলবোমার আর্থিক উৎস বন্ধ করার জন্য আইনশৃংখলা বাহিনীকে কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।আইন-শৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি হিসাবে শিল্পমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃংখলা সংক্রান্ত মন্ত্রিপরিষদ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হোসেন খান এসময় উপস্থিত ছিলেন।আমির হোসেন আমু বলেন, দেশে আন্দোলনের নামে চলছে মানুষ হত্যা। আমরা বিরোধীদলের আন্দোলনকে নাশকতা হিসাবে দেখছি। এটা কোন রাজনৈতিক দলের আন্দোলন হতে পারে না। আমু বলেন, মন্ত্রিসভা কমিটির সভায় পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স প্রতিনিধিগণ জঙ্গিঁবাদের অর্থায়ন সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন।তিনি বলেন, প্রতিবেদনে তথাকথিত বিরোধীদলের আন্দোলনের নামে যে মানুষ হত্যাকান্ড চলছে তার পিছনে পেট্রোল বোমা ও গান পাউডার কেনার অর্থের উৎস সম্পর্কে তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, কমিটির সভায় আইন-শৃংখলা বাহিনীকে চিহ্নিত অর্থদাতাদের গ্রেপ্তারের জন্য জোর তদন্ত চালানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। আইন-শৃংখলা বাহিনী এসব অর্থদাতাদের ধরতে অগ্রসর হচ্ছে বলে কমিটির সভায় জানানো হয়।