দৈনিকবার্তা-চুয়াডাঙ্গা, ৫ ফেব্রুয়ারি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের মারুফদহ গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে নাশকতা বিরোধী অভিযান চালিয়ে ওই গ্রামের তিন রাস্তার মোড় থেকে ২টি শক্তিশালী বোমাসহ পুলিশ এক যুবলীগ কর্মীকে আটক করেছে। রায়পুর পুলিশ ক্যাম্প ইনচার্জ শ্যামল কুমার বিশ্বাস জানান,“প্রতিদিন রাতে এ এলাকায় কিছু নাশকতাকারী বোমাবাজী ও ছিনতাই করে আসছে। এ কারনে আমারা রাতে ভ্রাম্যমান টহল আরো জোরদার করি। বুধবার দিনগত রাত ৩ টার দিকে পুলিশের একটি ভ্রাম্যমান দল কর্তব্য পালন করতে গিয়ে মারুফহদ গ্রামের তিন রাস্তার মোড়ে রাত আনুমানিক ৩টার দিকে ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে যুবলীগ কর্মী মিজানুর রহমান মিজাকে (৩৪) সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। কথাবার্তায় সন্দেহ হলে তাকে তল্লাশী করে পুলিশ তার কোমর থেকে ২টি শক্তিশালী বোমা উদ্ধার করে।
রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ’লীগ নেতা তাহজ্জুত হোসেন জানান, মারুফদহ গ্রামের যুবলীগ কর্মী মিজানুর রহমান মিজাকে সব সময় রায়পুর গ্রামের আওয়ামীলীগ ও যুবলীগনেতা সাজ্জাদ, মারুফদহ গ্রামের শাহিনুর মাষ্টার ও সাবেক বাঁকা ইউনিয়নের ইউপি সদস্য রওশনের সঙ্গে ঘোরাফেরা এবং তাদের সঙ্গে বিভিন্ন দলীয় কর্মকান্ডে তাকে দেখা যেতো। সে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে থাকলেও তার ভয়ে এলাকার কেউ মুখ খোলার সাহস পেতো না।
চুয়াডাঙ্গা জীবননগর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ‘মিজানুর রহমান মিজাকে ২টি শক্তিশালী বোমাসহ হাতেনাতে আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়।’
অন্যদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশ অভিযার চালিয়ে গাড়ী ভাংচুর, বোমা হামলা ও গরু চুরি মামলার ৩ পলাতক আসামী আটক করেছে। আটককৃতরা হলো, মিজানুর রহমান (৪৫), মাজেদুল ইসলাম (২২) ও মনজুরুল ইসলাম (৩৫)। বুধবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এদের কে আটক করা হয়। পুলিশ জানায়, বুধবার রাতে জেলার দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ২০ দলের ডাকা অবোরোধ চলাকালে ১৪ জানুযারি সন্ধা রতে কার্পাসডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকা গামি পুর্বাশা পরিবহনে বোমা হামলার পলাতক আসামী কার্পাসডাঙ্গার মৃত্যু মোফাজ্জেল হেসেনের ছেলে মিজানুর রহমান কে (৪৫) কার্পাসডাঙ্গা এলাকা থেকে আটক করেছে। একই রাতে সম্প্রতি দামুড়হুদা উপজেলার জগনাথপুর বাজারে বোমা হামলার সন্দেহ জনক আসামি মহাজনপুর গ্রামের জাহান আলীর ছেলে মাজেদুল ইসলাম কে (২২) তার বাড়ী থেকে আটক করে। এর পর বৃহস্পতিবার সকালে দামুড়হুদার বিষ্ণপুর গ্রমের বক্কা মন্ডলের ছেলে সানজারুল ইসলাম ওরফে শান্তিকে (৩৫) নিজ এলাকা থেকে আটক করা হয়।