image_1878_236078

দৈনিকবার্তা-ঢাকা, ৫ ফেব্রুয়ারি: শিক্ষা কার্যক্রম এবং এসএসসি পরীক্ষাকে হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবিতে বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের অভিমুখে মৌন মিছিল এবং মানববন্ধন করেছে কয়েক হাজার শিক্ষার্থী৷ রাজধানীর গুলশান, বাড্ডা, রামপুরা ও বারিধারায় এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়৷বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা সাদা পতাকা হাতে গুলশান ২ নম্বরের মোড় থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের দিকে যান৷ শিক্ষা কার্যক্রমকে নির্বিঘ্ন করার পাশাপাশি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা বন্ধেরও আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে৷

শিক্ষা কার্যক্রম হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গিয়ে স্মারকলিপি দিয়ে এসেছেন কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী৷বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে প্রায় পাঁচ হাজার শিক্ষক-শিক্ষার্থী বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গুলশান-২ এর ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়ির সামনে যান, যেখানে গত প্রায় এক মাস অবস্থান করছেন খালেদা জিয়া৷

সাদা পতাকা হাতে কিছুক্ষণ অবস্থান নিয়ে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করতে চান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা৷ ওপাশ থেকে কোনো সাড়া না আসায় বিএনপি প্রধানকে দিতে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক নাজিম উদ্দিনের কাছে স্মারকলিপিটি দিয়ে চলে আসেন তারা৷স্মারকলিপি দেওয়ার পর ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার বলেন, আজ শিক্ষার্থীরা পরীক্ষার হলে যেতে পারছে না৷ বোমা মেরে, আগুন দিয়ে তাদের পুড়িয়ে মারা হচ্ছে৷ জাতির ভবিষ্যত্‍ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে৷

এ অবস্থা কোনোভাবে চলতে দেওয়া যায় না-মন্তব্য করে তিনি বলেন, স্মারকলিপি দেওয়ার সময় নূ্যনতম সৌজন্য দেখায়নি তারা৷ এটা নিচু মানসিকতার দৃষ্টান্ত৷অবিলম্বে হরতাল-অবরোধ প্রত্যাহারের জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তিনি৷এর আগে বেলা সোয়া ১১টার দিকে গুলশান-২ নম্বর মোড় থেকে সারিবদ্ধ হয়ে যাত্রা শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা৷শিক্ষার্থীদের হাতে দেখা যায় বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড, যাতে বোমা মেরে মানুষ হত্যা বন্ধের দাবিও ছিল৷

মোহাম্মদপুরের শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মোরশেদ শেখ বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে৷ অনেকের শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে৷ এর প্রতিবাদে সাদা পতাকা হাতে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি৷

এই প্রতিষ্ঠানের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. শরীফ বলেন, গত ২৬ জানুয়ারি তাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল৷ হরতাল-অবরোধে ওই পরীক্ষা পিছিয়ে ৮ ফেব্রুয়ারি নেওয়া হয়েছে৷এখন শুনছি ৮ ফেব্রুয়ারিও হরতাল দেওয়া হতে পারে৷ এখন আমরা কী করবো?

শরীফের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়৷ বাবার মৃত্যুর পর বড় ভাইয়ের দেওয়া টাকায় লেখাপড়া চালিয়ে আসছেন বলে জানান তিনি৷এভাবে হরতাল-অবরোধ চলতে থাকলে আমাদের কী হবে? কবে পরীক্ষা দিব? বড় ভাই কতোদিন টানবে?, প্রশ্ন রাখেন তিনি৷

এদিকে বেলা দেড়টার দিকে সর্বস্তরের নিরীহ গাড়িচালক ব্যানারে একদল চালক একটি ভ্যানে করে হরতালে পেট্রোল বোমায় পুড়ে যাওয়া একটি গাড়ি নিয়ে আসেন বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের কাছে৷অবিলম্বে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি জানান তারা৷ খালেদা জিয়ার কার্যালয়ের সড়কে ঢোকার প্রবেশ মুখে অবস্থান নিয়ে হরতাল-অবরোধে নাশকতার প্রতিবাদে নানা শ্লোগান দেন তারা৷

ক্রমিকদের সঙ্গে যোগ দিয়ে তাদের দাবির টওতি সমর্থন জানান ওই এলাকার সাংসদ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ৷অবিলম্বে বিএনপি চেয়ারপাসনকে গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি খালেদা জিয়াকে গ্রেপ্তার করে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনুন৷ আর তা যদি না করেন তাহলে আপনি শপথ ভঙ্গ করবেন৷

বিএনপি প্রধান খালেদা জিয়ার ডাকে গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধ চলছে৷ অবরোধের ফাঁকে ফাঁকে হরতালেরও ডাক আসছে বিএনপি-জামায়াত জোটের পক্ষ থেকে৷এসব কর্মসূচিতে প্রায় প্রতিদিনই রাজধানীসহ সারা দেশে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগি্নসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে, যাতে অর্ধশতাধিক মানুষের মৃতু্য হয়েছে৷

এরইমধ্যে গত সোমবার থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতাল-অবরোধের কারণে প্রথম দুই দিনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে৷পরিবর্তিত সূচিতে আগামী শুক্রবার প্রথম পরীক্ষায় বসার কথা রয়েছে এসএসসি পরীক্ষার্থীদের৷ এবার প্রায় ১৫ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন৷এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধ না রাখতে আগের দিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ঢাকার কয়েকটি স্কুলের কয়েকশ শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবক৷

গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, কালাচাঁদপুর স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষার্থী বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মানববন্ধনে অংশ নেন৷হরতাল-অবরোধবিরোধী বিভিন্ন শ্লোগানের পাশাপাশি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা বন্ধের দাবি সম্বলিত প্ল্যাকার্ডও ছিল তাদের হাতে৷প্রায় এক ঘন্টা হাতে হাত রেখে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ পেতে বিএনপি নেত্রীর প্রতি কর্মসূচি প্রত্যাহারের আবেদন জানান তারা৷