দৈনিকবার্তা-গাজীপুর, ৫ ফেব্রুয়ারি: গাজীপুরে গজারী বন থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার সিরাজ জুট মিলের পাশের গজারী বন থেকে বৃহস্পতিবার ওই লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের (৪৫) পরিচয় পাওয়া যায় নি।কালিয়াকৈর থানার এসআই রাজীব খান জানান, কালামপুর এলাকার গজারী বনের ভিতর লাকড়ি কুড়াতে গিয়ে স্থানীয়রা ওই লাশ দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। লাশের পরনে গোলাপী রংয়ের সালোয়ার, সেমিজ ও সোয়েটার রয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে খুন করে লাশ ওই স্থানে ফেলে গেছে বলে ধারনা করা হচ্ছে।